বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৮ অক্টোবর) বিকাল ৫ টায় গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ী বাজার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মানুষের দৌড় গৌড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক ও রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সেলিম আরিফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ছানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সদস্য সচিব আশরাফুদৌলা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মওদুদ আহমেদ মধু, বাউসা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, চক রাজাপুর ইউনিয়নের বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান শিশির, দুড়দুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, উপজেলা সংগ্রামী দলের নেতা সোহেল রানা, বাজু বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল ইসলাম, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রনেতা উজ্জ্বল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও জনকল্যাণে খাল খননের মাধ্যমে কৃষকদের ভাগ্যের উন্নয়ন করেছে। তার আর্দশে অনুপ্রাণিত হয়ে উপজেলা কৃষকদল কৃষকদের সার, বিজ, কীটনাশকসহ কৃষি কাজে ব্যবহৃত সকল বিষয়ে নিশ্চিত করবে।
বক্তারা আরও বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ৩১ দফা রুপ রেখা বাস্তবায়নে ভূমিকা রাখবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে দলের সার্থে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
উপস্থিত ছিলেন, বিএনপির প্রবীন নেতা আব্দুল লতিফ মিঞা, বিএনপি নেতা আব্দুল মান্নান, কৃষকদল নেতা আলী হোসেন জনী, সোহানুর রহমান সোহাগ, কৃষক দলের নেতা চাঁদ রহমান, তহিদুল ইসলাম, সোহেল রানা, আরিফ হোসেনসহ কৃষক দলের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রীবৃন্দ #