1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বন্যা দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নবোদ অর্থ বিতরণ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তানোরে মানববন্ধন অপরাধঃ বদরগঞ্জে জোরপূর্ব জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ রাণীশংকৈলে কৃষকদের মাঝে ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ র‌্যাব-৫ কর্তৃক চারঘাটে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার পুঠিয়ায় ইউএনও এ. কে. এম. নূর হোসেন নির্ঝরের উদ্যোগে আধুনিক টয়লেট নির্মাণ  সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে পুঠিয়ায় জলাবদ্ধতা নিরসন দলের হয়ে জনগনের কল্যাণে রাজনীতি করি : চাঁদ রাজশাহী বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের  ধোবাউড়ায় বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ; গ্রেপ্তার ১

রাবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর স্বপন: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগীতায় প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম। সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, এই পুরস্কার যেমন খেলাধুলায় উৎকর্ষের স্বীকৃতি তেমনি অন্যদের জন্য আগামীর সাফল্যের লক্ষ্যে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার পাশাপাশি প্রতিভা বিকাশের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হতেও আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) শিক্ষাঙ্গণে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করে এর মাধ্যমে একটি আদর্শ জাতি গঠনে শিক্ষার্থীদের নিবেদিত হতে বলেন। প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে হ্যান্ডবলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ; ভলিবলে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ; বাস্কেটবলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও লোক প্রশাসন বিভাগ রানার আপ এবং এ্যাথলেটিক্সে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রানার আপ হয়।

ছাত্রীদের গ্রুপে হ্যান্ডবলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রানার আপ; ক্রিকেটে প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ; ভলিবলে প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ রানার আপ এবং এ্যাথলেটিক্সে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও প্রাণিবিদ্যা বিভাগ রানার আপ হয় বলে রাবির জনসংযোগ প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট