1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীর পাকড়ীতে জামাতের সেক্রেটারির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর বরগুনায় বাব ছেলের নামে ফেসবুকে মিথ্যা মানহানিকর পোস্ট দেওয়ায় সাইবার ট্রাইব্যুনালে মামলা উত্তরায় সাংবাদিক কে অপহরণের ঘটনায় ১ নারী গ্রেফতার  দেবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু নওগাঁ ৮৪ প্যাকেট পরিত্যক্ত মাংস উদ্ধার সারজিস আলমের করিডোর ইস্যুতে মন্তব্য: জনগণের রায় ছাড়া সিদ্ধান্ত নয় আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজারে বার্ষিক উরস অনুষ্ঠিত তানোরে কু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক পরিবারকে একঘরে সমাজচ্যুত  রাজশাহী অঞ্চলে অধিক বিপদজনক বালাইনাশকের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত   আওয়ামী লীগের সুবিধাভোগী রাষ্ট্রপতি কীভাবে পালিয়ে যায়, প্রশ্ন সারজিস আলমের

রাবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর স্বপন: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগীতায় প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম। সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, এই পুরস্কার যেমন খেলাধুলায় উৎকর্ষের স্বীকৃতি তেমনি অন্যদের জন্য আগামীর সাফল্যের লক্ষ্যে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার পাশাপাশি প্রতিভা বিকাশের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হতেও আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) শিক্ষাঙ্গণে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করে এর মাধ্যমে একটি আদর্শ জাতি গঠনে শিক্ষার্থীদের নিবেদিত হতে বলেন। প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে হ্যান্ডবলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ; ভলিবলে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ; বাস্কেটবলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও লোক প্রশাসন বিভাগ রানার আপ এবং এ্যাথলেটিক্সে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রানার আপ হয়।

ছাত্রীদের গ্রুপে হ্যান্ডবলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রানার আপ; ক্রিকেটে প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ; ভলিবলে প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ রানার আপ এবং এ্যাথলেটিক্সে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও প্রাণিবিদ্যা বিভাগ রানার আপ হয় বলে রাবির জনসংযোগ প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট