রানির রূপরুটিন
রানির দিন শুরু হয় অ্যালো ভেরা জুস দিয়ে। নানা জায়গায় সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সকাল সকাল অ্যালো ভেরা জুস খাওয়া তাঁর অভ্যাস। এতে যেমন শরীর ‘ডিটক্স’ হয়, তেমনই ত্বকও ভাল থাকে।
এর পরে করলার জুস খান রানি। ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই পানীয় তাঁর শরীরে রোগ প্রতিরোধ বাড়ায়, পাশাপাশি ত্বকেও জেল্লা এনে দেয়।
সারা দিনে যতই ব্যস্ততা থাক, নিয়ম মেনে মুখে গোলাপজলও মাখেন। এই গোলাপজলের স্প্রে বোতল সব সময়েই থাকে তাঁর ব্যাগে। বানিয়ে নেন বাড়িতেই।#