# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনা জেলার রূপসা উপজেলায় আগামীকাল ৫ই জুন বুধবার অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ রূপসা উপজেলা পরিষদ নির্বাচন, উক্ত নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণ,অবাধ,নিরপেক্ষ করতে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলার ৫ টি ইউনিয়নে ৬৫ টি ভোটকেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী এবং নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে। আগামীকাল ৫ জুন বুধবার সকাল ৮ টার পূর্বেই উপজেলা নির্বাচন অফিস প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিবে।
উপজেলা নির্বাচন অফিসার,সহকারী রিটার্ন অফিসার জান্নাতুল ইসলাম জানান আইচগাতী ইউনিয়নে ১৫ টি ভোটকেন্দ্র ভোটার সংখ্যা ৩৯৬১১ জন,শ্রীফলতলা ইউনিয়নে ১০ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২২২২৩ জন, নৈহাটী ইউনিয়নে ২০ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৮৮৩৮ জন,টিএসবি ইউনিয়নে ৭ টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ১৬০৮৯ জন,ঘাটভোগ ইউনিয়নে ১৩ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৫৯৫ জন। সর্বমোট রূপসা উপজেলায় ৬৫ টি ভোটকেন্দ্রে ১৫৭৩৫৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের ৭৭৬৪৫ জন এবং মহিলা ভোটার ৭৯৭১১জন।
এদিকে নির্বাচন সুষ্ঠু এবং নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ,১২ জন আনসার,১ জন দফাদার,প্রতিটি কেন্দ্রে ১ জন করে পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান নির্বাচন কে সুষ্ঠ এবং অর্থবহ করতে থানা পুলিশ সহ জেলা পুলিশের ১৮/২০ টি ভ্রাম্যমাণ পুলিশ টিম দায়িত্ব পালন করবে।
নির্বাচন সমন্বয়কারী, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান জানান, সকল প্রকার সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলার জন্য রূপসা উপজেলায় ৬ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন আরিফুর ইসলাম, মোঃ আজাহার আলী, দীপা রানী সরকার, শরীফ শাওন, সুমাইয়া সুলতানা এ্যানি এবং অপ্রতীম কুমার চক্রবর্তী। এছাড়া ৩ টি র্যাবের ভ্রাম্যমাণ টিম এবং বিজিবির ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করবেন। তিনি জানান নির্বাচনের পূর্ব দিন থেকে নির্বাচনের পরবর্তী দিন পর্যন্ত তারা মাঠে থাকবেন।
এদিকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল উদ্দীন বাদশা (টেলিফোন,সরদার ফেরদৌস আহম্মেদ (কাপ-পিরিচ),এসএম হাবিব (দোয়াত-কলম),মোল্যা কামরুজ্জামান( আনারস),নোমান ওসমানী রিচি ( মোটরসাইকেল), আঃ ওয়াদুদ মোড়ল(ঘোড়া)।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা আবদুল্লাহ যোবায়ের(তালা),হিরন আহমেদ (টিউবওয়েল),মো: ইদ্রিস আলী হাওলাদার(বই) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা আফরোজ মনা(কলস),সারমিন সুলতানা রুনা (প্রজাপতি)। চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিমুখী লড়াই হওয়া সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ মহল মনে করেন।#