
# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হাসপাতালের বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান পরিচালনা হয়েছে । আজ ২৬ অক্টোবর রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের দুদকের ৪ সদস্য একটি টিম হাসপাতালের বিভিন্ন সেক্টর অভিযান পরিচালনা করেন এসময় হাসপাতালের বিভিন্ন বিষয়ে তদন্ত করেন ।
তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান কমিশনের অনুমোদন ক্রমে রাণীশংকৈল হাসপাতাল অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা চিত্র পাওয়া গেছে,যে সব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে কমিশনের কাছে রিপোর্ট করা হবে ।
এব্যাপারে উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী বলেন হাসপাতালের নার্স ও ডাক্তারদের কিছু কাজে অসঙ্গতি পাওয়া গেছে এগুলো সংশোধন করা হবে । এসময় হাসপাতালের বিভিন্ন ডাক্তার ও নার্স এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#