# রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জের মধ্যবর্তী স্থানে গোগর পটুয়াপারায় হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের আয়োজনে ২৩ মে শুক্রবার গোগর ঈদগাঁও মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রোকনুজ্জামান (রোকন) , পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া,রানীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তাজুল ইসলাম,ভোমরাদহ ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান খলিল ,খেলোয়াড়, ক্রিড়া মোদী
দর্শক, সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা ।
এসময় বক্তারা মাদক ছেড়ে খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার জন্য যুবসমাজকে উদ্বুদ্ধ করার জন্য এধরনের আয়োজন করার আহ্বান জানান।#