শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা: রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা বিধ সমস্যায় জর্জরিত।
প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান একান্ত সাক্ষাৎকারে জানান ওয়াচ ব্লক চলমান আছে , ২ লাখ টাকা স্লিপ টাকা পেলে স্কুল মেরামত করা সম্ভব হতো। ছাত্র ছাত্রীর সংখ্যা ৯৩ শিশু শ্রেণী ২০জন , প্রথম শ্রেনী ২০ জন, ২য় শ্রেনী ২০ , ৩য় শ্রেনী ১৫, ৪ চতুর্থ শ্রেনী ১৪ জন, ও ৫ম শ্রেনী ১৫জন। মোট ৯৩ জন ছাত্র ছাত্রীর সংখ্যা। বিদ্যালয় নং ৯৩ ইমে এস কোড নং ১১০৮০৩০২ গ্রেট A শিফট সংখ্যা ২ বিদ্যালয় নং ৯৩।
বিদ্যালয়ের সমস্যা দ্রুত সমাধানের জন্য বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়েছে ্স্থানীয়রা। শিক্ষার মান দ্রুত তরান্বিত করতে সরকার জোরালো পদক্ষেপ নিবে এমনটি আশা করেন স্থানীয়রা।#