1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে  প্রশাসনের অনুমতিতেই ‘আজাদ মেলা’য় চলছে অশ্লীল নৃত্য ও লটারি গাজীপুরের মাওনায় আজকালের আলো সাহিত্য সম্মাননা প্রদান ২০২৪ অনুষ্ঠিত দলীয় কর্মকাণ্ডে বাধা রইল না বিএনপি নেতা সাবেক মেয়র সাইদুর রহমান মুন্টুর গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের ষ্টপেজ ও টিকেট সরবরাহের দাবি  টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু, জুমার জামাতে লাখো মুসল্লি গোদাগাড়ীতে আদালতের আদেশ উপেক্ষা করে আম বাগান ও কালাই ক্ষেত গুড়িয়ে দেয়ার অভিযোগ রূপসায় জামায়াতে ইসলামীর কর্মী ও দাওয়াতি সম্মেলন অনুষ্ঠিত বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালের দাফন সম্পন্ন জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরনে স্মরণসভা পোরশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী-৬ আসনে নির্বাচনী জনসভায় ভোট চাইলেন লাঙ্গলের প্রার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, ১৫ বছর আমার দায়িত্ব পালনকালে বাঘা- চারঘাটে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার ৫২ বছরের সেই উন্নয়ন হয়নি।

নদী ভাঙ্গন থেকে শুরু করে বানেশ্বর টু ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়েছে। মানুষের জীবন জীবিকা বৃদ্ধি পেয়েছে। মহিলাদের কর্মসংস্থানের জন্য বাঘা উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। সেখানে প্রশিক্ষণ নিয়ে অনেক মা-বোনের কর্মসংস্থান হয়েছে।

তিনি বলেন, কাজের জন্য কোন দল দেখিনি, সামনে- পেছন দেখিনি। বাঘা চারঘাটের আওয়ামীলীগ বিএনপি- জামায়াতের চক্রান্তের জবাব দিয়েছে, তাদের সন্ত্রাসের মোকাবেলা করেছে।

বৃহস্পতিবার(৪ জানুযারি) দুপুর ১২টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, শাহরিয়ার আলম এমপি। শাহরিয়ার আরো বলেন, ২০০৮ সাল থেকে ২০১৪ সালে নির্বাচিত হয়ে দুইবার প্রতিমন্ত্রী হয়েছি। নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা বলেছি। ছোট্ট শিশু থেকে শুরু করে প্রসুতি মায়ের কথা. কৃষক-ব্যবসায়ী, শ্রমিকের দারিদ্র বিমোচনের কথা বলেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২১ বছরের লড়াই সংগ্রামের কথা বলেছি। জীবনের প্রতি মুহূর্তে বাঘা-চারঘাট তথা দেশের সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবেছি। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছি। নির্বাচিত হয়ে কাউকে চাঁদাবাজি করতে দেয়নি আগামীতেও দেবো না।

স্বতন্ত্র প্রার্থীসহ সহ তার পক্ষের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ধৈর্য ধরে নাটক সিনেমা দেখছি। ব্যক্তি স্বার্থে যারা দল করে তাদের চিহ্নিত করতে হবে। তারা খন্দকার মোস্তাকের, মীরজাফরের আওয়ামী লীগ করে। তাদের স্বার্থন্বেষী ছদ্মবেশ ধরা পড়ে গেছে। দলের আগাছা পরিষ্কারের সুযোগ এসেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে যারা আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন প্রতীক বরাদ্দের পরেও তাদের নৌকার পক্ষে বের করতে পারিনি।

নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে বাঘা চারঘাটকে স্মাট ও শত ভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নতুন প্রজন্মের প্রশিক্ষণের জন্য আইটি ট্রেনিং সেন্টার করা হবে। বেশ কিছু জায়গায় পানির সমস্যা আছে, আগামীতে সেগুলো ব্যবস্থা করা হবে। বিরোধী যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্য বলেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না।

বাঘা- চারঘাট মানুষ যদি না চায় তাহলে কেউ এমপি হতে পারবে না, আর যদি চাই তাহলে আল্লাহ তায়ালা ছাড়া রক্ষা করার ক্ষমতা কারো। তাই নৌকার বিজয় রুখে দেওয়ার চেষ্টা করবেন না।

নৌকাকে সমর্থন জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা কমিটির আহ্বায়ক শামস্দ্দীন রিন্টু।

তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমি ভোট না করে নৌকার প্রার্থীকে সমর্থন দিচ্ছি। এ সময় তিনি তার দলের নেতা কর্মীদেরও সমর্থন কামনা করেন।

উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা সুলতানা মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ,উপাধ্যক্ষ ওয়াহিদ সাদিক কবীর,জেলা যুবলীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট