1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
ক’টি দল জনগণের সঙ্গে ‘নির্বাচন নির্বাচন খেলা’ শুরু করেছে: মিলন রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ  আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী রেজুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত ​ আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ফুরফুরা দরবারের ঐতিহ্যবাহী পাকশী মাহফিল ২০২৬ রাজশাহী-৬ আসনঃ দুই উপজেলার  ৪২টি ভোট কেন্দ্র ঝুঁকিপুর্ণ  পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ত্রিমুখী লড়াই, বিভ্রান্ত ভোটার, সতর্ক প্রশাসন রংপুরের বদরগঞ্জে শিশু হত্যা মামলার আসামি গ্রেপ্তার  শিবগঞ্জে জামায়াতের  নির্বাচনী পথসভায়  হামলা ও ভাংচুর শিবগঞ্জ সীমান্তে  মানবিক কারণে বিজিবি ও বি এস এফের সহযোগিতায় স্বজনের লাশ দেখতে পেল ভারতীয় নাগরিক  আত্মীয়রা শিবগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

রাজশাহী-৬ আসনঃ দুই উপজেলার  ৪২টি ভোট কেন্দ্র ঝুঁকিপুর্ণ 

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা, ইতোপূর্বে গোলযোগ হয়েছে কিনা, প্রভাবশালী ব্যক্তির বাড়ি,রাজনৈতিক দলের সক্রিয় কর্মী,অফিস, সীমানা প্রাচীর অথবা অপরাধ করে দ্রুত সটকে পড়ার আশঙ্কা রয়েছে এসব বিবেচনায় নিয়ে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা করা হয়েছে। সেই কেন্দ্র সমূহে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ হিসাবে দেখছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তি-সংস্থাগুলো।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ১১৯টি ভোট কেন্দ্রের যে তালিকা করা হয়েছে তার মধ্যে ৪২টিতে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পুলিশ। ভোট কেন্দ্র ভিত্তিক ঝুঁকি পর্যালোচনা-বিষয়ক এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

জানা গেছে, বাঘা-চারঘাট নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনটির বাঘা উপজেলায় ২টি পৌরসভা ও ৭টি ইঊনিয়ন মিলে ৬১টি কেন্দ্র রয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ২৪টি কেন্দ্রের মধ্যে উপজেলা থেকে সবচেয়ে দূরের দুর্গম চর এলাকার ইউনিয়ন চকরাজাপুর। এ কারণে ইউনিয়নটির ৯টি কেন্দ্রের সব কয়টিই অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নের আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি। চারঘাটে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ৫৮টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে অধিকগুরত্বপূর্ণ ১৮টি। এরমধ্যে নিমপাড়া ইউনিয়নে ১১ টি কেন্দ্রের ৮টিই অধিকগুরুত্বপূর্ণ। সবচেয়ে কম গুরুত্বপুর্ণ ইউসুফপুর ইউনিয়নের সবকয়টি কেন্দ্র।

সংশ্নিষ্টরা বলছেন, নির্বাচন ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠ প্রশাসনে নজরদারি বাড়ানো হয়েছে। আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহন ছাড়াও ভোট কেন্দ্র এবং ভোটের সরঞ্জামের নিরাপত্তায় থাকবে আলাদা নজরদারি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। ভোটের ক্ষেত্রে হুমকি হতে পারে-এমন ব্যক্তিদের নজর রাখতে এবং আইনের আওতায় আনতে পুলিশসহ দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেয়া হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিরাপত্তা ব্যবস্থা সাজাতে ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণসহ তিন ভাগে ভাগ করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

বাঘা উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, এবারের ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে কেন্দ্র ভিত্তিক সমস্যা চিহিৃত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যা আগে কখনও হয়নি। এর মধ্যে- কেন্দ্র ভিত্তিক প্রিসাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারি আনসার, ভোটকেন্দ্রে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন এবং পুলিশের শরীরে ‘বডি ক্যামেরা’ সংযোজন।

সহকারি পুলিশ সুপার (বাঘা -চারঘাট সার্কেল ) খালেদ হোসেন জানান, নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এ ধারণা পাওয়ার জন্য কয়েক মাস আগে থানার ওসি সরেজমিন পরিদর্শন করে তালিকা তৈরি করেন। গুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি হলে দুশ্চিন্তার কিছু নেই। পুলিশ-আনসারের সঙ্গে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট