1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১০ মে ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
উপ সম্পাদকীয়: বাঁধ নিয়ে আতঙ্ক: নির্ঘুম সাতক্ষীরার উপকূলীয় জনপদ পাবনায় গোরস্থান কমিটির ‘সভাপতি’ পদে নির্বাচন ২৪ মে রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় সমাপনী দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী ১ আসনে তারেকের উপরই তৃনমুলের আস্থা, বাড়ছে জনপ্রিয়তা তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন ময়মনসিংহের ধোবাউড়ায় ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার আত্রাইয়ে গাছে গাছে ঝুলছে জাতীয় ফল কাঁঠাল রূপসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহকর্মী কে উপজেলা প্রশাসনের ঢেউটিন ও নগদ অর্থ প্রদান আত্নগোপনে থাকা বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  বিপ্লব গ্রেপ্তার ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার নিয়ামতপুর ছাত্রলীগ নেত

রাজশাহী ১ আসনে তারেকের উপরই তৃনমুলের আস্থা, বাড়ছে জনপ্রিয়তা

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:                                   রাজশাহী-১( তানোর- গোদাগাড়ী)  আসনটি দেশ স্বাধীনের পর থেকেই ভিআইপি আসন হিসেবে পরিচিত। বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সময় সারা দেশের মত এআসনের জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর থেকেই রাজনীতির নতুন ধারা শুরু হয়েছে এ আসনে।

এই আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি জিয়া ফাউন্ডেশন আজীবন সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের উপরই ভরসা করা শুরু করেছেন তৃনমুল বিএনপির নেতাকর্মীরা। কারণ তারেকের গণসংযোগ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে অপর পক্ষ হামলা চালায়। এতে করে তারেকের জনপ্রিয়তা বাড়তে থাকে। নবীন প্রবীন সবাই এখন তারকের উপর ভরসা করা শুরু করেছেন। যার কারণে দিনের দিন তারেকের জনপ্রিয়তা বেড়েই চলেছে।

দলীয় সুত্র জানায়, এআসনে বিএনপির বেশকিছু প্রার্থী রয়েছেন। বিশেষ করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। সে ভায়ের জনপ্রিয়তা কে কাজে লাগাতে চাচ্ছেন। কিন্তু সামরিক বাহিনীর লোক হওয়ার কারনে রাজনীতির দ্বন্দ্ব ফাসাদ কোন ভাবেই নিরসন করতে পারছেন না। দিনের দিন দ্বন্দ্ব ফাসাদ বেড়েই চলেছে। অথচ উল্টো চিত্র সুলতানুল ইসলাম তারেকের। তিনি জেলা ও কেন্দ্রের নির্দেশনা কে প্রধান্য দিয়ে নানা সামাজিক এবং মানবিক কাজ করে যাচ্ছেন।

তারেক অনুসারীরা জানান, স্বৈরাচার সরকারের পতনের পর প্রথমে তারেক নেতাকর্মী নিয়ে রাস্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করতে এসে উপজেলা পরিষদের সামনের রাস্তায় হামলার স্বীকার হন। হামলায় তারেকসহ বেশকিছু নেতাকর্মীরা আহত হয়েছিলেন। তারপরও তিনি পাঁচন্দর ও বাধাইড় ইউপিতে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। গত শীতে কামারগাঁ ইউপির মাদারিপুর ভবানিপুর মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

কিন্তু সেখানেও হামলার স্বীকার হন নেতাকর্মীরা। গত রমজান মাসে পাঁচন্দর ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন। তাকে বরণ করা নিয়ে ওই ইউপির সাবেক চেয়ারম্যান সাবেক সভাপতি মমিন ও বর্তমান সভাপতি প্রভাষক মজিবুর রহমান গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে মমিনের ভাই গানিউল চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মারা যান। তার জানাযার নামাজে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত হয়ে উপজেলায় ইফতার দিতে নিষেধ করেন। কিন্তু জেলা কমিটির নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুন্ডুমালা, কলমা, কামারাগা ইউপিতে ইফতার করেন।

রমজানের শেষ দিকে চান্দুড়িয়া ইউপিতে ইফতার শেষে মফিজ গ্রুপ ও সভাপতি আজাদ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে চিকিৎসা ধীন অবস্থায় রামেক হাসপাতালে মারা যান কৃষক দলের ওয়ার্ড নেতা নেকচার আলী। দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর নিম্ম আদালতে আত্মসমর্পণ করলে অনেক কে জেলে যেতে হয়। এখনো জেলেই রয়েছে দুই মামলার অনেক আসামী।

সিনিয়র নেতারা জানান, জেলা কমিটির নির্দেশনা মানলে চান্দুড়িয়া তে সংঘর্ষ হত না, একজনকে প্রানও দিত হত না। ইফতার কে কেন্দ্র করে  ২০ দিনে এউপজেলায় বিএনপির দুই কর্মীর নিহতের ঘটনায় রাজনৈতিক অঙ্গন থমকে যায়। একারনে ঈদুল ফিতরের পর কোন সভা করেননি জেনারেল। অথচ ঈদের পর ৩১ দফার লিফলেট বিতরণ করেন তারেক। প্রথমে তালন্দ,  কলমা ইউপির হাট বাজার পাড়া মহল্লায় ৩১ দফার লিফলেট বিতরণ করে চমকে দেন তারেক।

আরেক দিন পাঁচন্দর, বাধাইড়, কামারগাঁ, তথা উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌর এলাকার হাট বাজার পাড়া মহল্লায় ৩১ দফার লিফলেট বিতরণ করে জনপ্রিয় তার তুঙ্গে এই মনোনয়ন প্রত্যাশী। গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাওয়াল, সম্পাদক আনারুল ইসলাম সরকার, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, তাতী দলের উপজেলা সভাপতি বদের আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহাফিজুর রহমান মাহফুজ, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক রানাসহ তারেক পক্ষের নেতা ও তৃনমুলের কর্মীদের দাবি, আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

আমরা তার হয়ে মাঠে ৩১ দফার লিফলেট বিতরণ নিয়ে ব্যস্ত সময় পার করছি। উপজেলার আনাচে কানাচে লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। তিনি লিফলেট বিতরণে এসে মসজিদ, মাদ্রাসা, এতিম খানাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক অনুদান দিয়ে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার জন্য দোয়া চান। আরেক পক্ষ রমজান মাসে হত্যার রাজনীতি করে।

দেশ স্বাধীনের পর এউপজেলায় রাজনীতির হানাহানি আধিপত্য বিস্তারে দুই কর্মী নিহত হয়। প্রথম দিকে আমাদের উপর নানা ভাবে হুমকি ধামকি দেয়া হত, এখন তার জনপ্রিয়তার কারনে হুমকি ধামকি দুর হয়েছে। মনোনয়ন অনেকেই চাইতেই পারেন। কিন্তু দল তো দিবে একজনকে। আমরা গণসংযোগে গিয়ে সব সময় বলি যিনি মনোনয়ন পাবেন তার হয়ে এক যোগে কাজ করা হবে।

এডভোকেট সুলতানুল ইসলাম তারেক বিভিন্ন গণসংযোগে এসে বলেছেন, আমি এমপি মনোনয়ন প্রত্যাশী। আমি আওনাদের কে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দিতে এসেছি। কারণ বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে কি করতে চাই সেটা ৩১ দফাতে রয়েছে। মনোনয়ন অনেকেই চাইতেই পারেন এটা রাজনৈতিক অধিকার। দল যাকে দিবেন তার হয়ে সবাই কাজ করবে। কিন্তু হানাহানি, হত্যা, মারপিট, মামলা, হামলা এসব দলের জন্য ভালো কিছু বয়ে আনে না। আমি এসবের তীব্র নিন্দা জানায় এবং সবাই কে এক হয়ে কাজ করারও আহবান জানান তিনি। কারন রাজনীতি তে মতপার্থক্য থাকতেই পারে, তাই বলে সংঘর্ষ কাম্য না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট