মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে কলেজের নতুন এমপিওভুক্তির প্রক্রিয়ায় আটকে রাখা ৯১টি ফাইল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মাউশির রাজশাহী কার্যালয়ের কলেজ শাখার উপপরিচালক আলমগীর কবিরের বিরুদ্ধে ঘুষ ছাড়া ফাইল ছাড় না দেওয়ার অভিযোগে এ অভিযান চালায় দুদকের একটি দল।
দুদক সূত্রে জানা গেছে, কলেজের নতুন এমপিওভুক্তির জন্য ১৫২টি আবেদন জমা পড়ে। প্রাথমিকভাবে এসব ফাইল পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল করা হয়। এর মধ্যে ৪৭টি আবেদন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাতিল করা হয়। বাকি আবেদনগুলো ধাপে ধাপে সহকারী পরিচালক আলমাস উদ্দিন হয়ে উপপরিচালক আলমগীর কবিরের কাছে যায়। কিন্তু আলমগীর কবির ৯২টি ফাইল যথাযথভাবে পরিচালকের কাছে পাঠাননি, যা নিয়ম অনুযায়ী দুই দিনের মধ্যেই সম্পন্ন করার কথা ছিল। অভিযান চলাকালে আলমগীর কবির অফিসে অনুপস্থিত ছিলেন এবং তার সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায়নি।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এমপিওভুক্তি ও বদলির ক্ষেত্রে লক্ষাধিক টাকা ঘুষ না দিলে ফাইল প্রক্রিয়া এগোয় না—এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়েছে। এর আগে গত ১১ মার্চ একই কার্যালয়ে অভিযান চালিয়ে আলমগীর কবিরের বিরুদ্ধে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল দুদক।
মাউশির আঞ্চলিক পরিচালক মোহা. আছাদুজ্জামান বলেন, “ বারবার বলার পরও নির্ধারিত সময়ের মধ্যে ফাইল পাঠানো হয় না। তিনি নানা অজুহাতে তা আটকে রাখেন।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ঘুষের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। এবার ৯২টি ফাইল আটকে রাখার প্রমাণ মিলেছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় প্রতিবেদন পাঠাব।#