# লিয়াকত হোসেন ………………………………………….
রাজশাহীর প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত নগরীর ১৭ নং ওয়ার্ডের অন্তর্গত বড়বনগ্রাম খ্রিস্টান পাড়া এলাকা। এলাকাবাসীর দীর্ঘ সময়ের নানা ভোগান্তির অবসান হলো।
একদিকে ড্রেনেজ ব্যবস্থার শূণ্যতা অন্যদিকে ভাঙ্গাচোরা খানাখন্দে ভরা রাস্তায় চলাচলের ভোগান্তি ছিল এই এলাকাবাসীদের নিত্যদিনের সঙ্গী। সব মিলিয়ে নাগরিক সেবার একাংশ বছরের পর বছর বঞ্চিত ছিল।
রাস্তা ও ড্রেন হওয়ায় ভিষণ খুশী খ্রিস্টান পাড়া এলাকার খেটে খাওয়া জনগোষ্ঠীরা।
এসময় স্থানীয় জনগোষ্ঠীর লাদারুশ ও শম্ভু বিশ্বাস বলেন, বসতবাড়ির ব্যবহৃত পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকার পাশাপাশি বর্ষা মৌসুমে সমস্ত এলাকা জুড়ে জলাবদ্ধতার কারনে বছরজুড়েই চরমভোগান্তি পোহাতে হতো বৃহত্তর এই খ্রিস্টানপাড়া এলাকার জনগোষ্ঠীর।
বড়বনগ্রাম খানকা শরীফ মোড় থেকে দুরুলের মোড় হয়ে খ্রিস্টান পাড়া এলাকার শেষ সীমানা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ঢালাই রাস্তা ও ড্রেন। অবশেষে সেই ভোগান্তি থেকে এবার পরিত্রান মিলবে এই এলাকার বসবাসরত জনগোষ্ঠীদের। আর এই নাগরিক সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার অবদান রাখার জন্য অত্র ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহাদাত আলী শাহুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন খ্রিস্টানপাড়া এলাকার সাধারণ মানুষেরা।
তবে সরেজমিনে গিয়ে কেউ কাজের মান নিয়ে প্রশ্ন না তুললেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা বলছেন প্রায় ১৫০০ মিটার ড্রেন ও রাস্তা নির্মাণের ক্ষেত্রে তাদের কোন গাফলতি নেই। আমরা সুন্দর ভাবে কাজ করেছি।
এ বিষয়ে, অত্র ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শাহাদাত আলী শাহু বলেন, ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ করছি যা সম্পূর্ণ কৃতিত্বই রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বলে জানান এই মানবিক কাউন্সিলর। #
সান/০১