1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে ঘাস পোড়ানো বিষ দিয়ে ধান পোড়ানোর অভিযোগ, থানায় মামলা  ঈশ্বরদীতে যুবদলের গোলটেবিল বৈঠক: বিএনপিকে দ্বিধামুক্ত করার অঙ্গিকার ব্যক্ত যুবদল নেতাদের নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত মানুষের কল্যাণে কাজ করে যেতে চান , জনগণের পাশে থাকাই তার প্রতিজ্ঞা: মিঠু বাঘা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে বিদায়ী ও নবাগত অফিসারকে সংবর্ধনা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কর্মরত দোভাষীর মৃত্যু ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার উৎসব  পদ্মায় মাছ না ধরে ২৫ কেজি চালে  জীবন চলেনা ঃ ১৬দিনে ৩ কেজি ইলিশ-৪হাজার মিটার জাল জব্দ রূপসায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ , শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে হবে: প্রফেসর খালেক

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিকুল ইসলাম, রাজশাহী থেকে………………………………………………………

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে ধ্বস নেমেছে। গেল কয়েক বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এ বছর রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছে।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১১টা থেকে প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এর আগে গেল বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ এক বছরে পাসের হার কমেছে ৩ দশমিক ১৪ শতাংশ। গেল বছর জিপিএ-৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এবার পেয়েছে ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। অর্থাৎ ১০ হাজার ৫৯৭ জন শিক্ষর্থী কম জিপিএ-৫ পেয়েছে। এর আগে ২০২১ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩২ হাজার ৮০০ জর শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষার এই ফল পরিসংখ্যান অনুযায়ী গত তিন বছর থেকে ধারাবহিকভাবেই ফলাফল অবনমন ঘটছে রাজশাহী শিক্ষা বোর্ডের। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী। এর মধ্যে সব বিষয়ে পাস করেছে ১ লাখ ৮ হাজার ৫৮০ জন। এইচএসসিতে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৫৫ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮৩ দশমিক ৯৭ শতাং। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫ হাজার ৪৪৫ জন ছাত্র এবং ৫ হাজার ৮১৩ জন ছাত্রী রয়েছে। এক বিষয়ে অতৃককার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৮০ জন। এর আগে ২০২২ সালে ছিল ১৭ হাজার ৫৭৯ জন।

এ বছর শতভাগ পাসকৃত কলেজের সংখ্যা রয়েছে মোট ৩৭টি। ২০২২ সালে ছিলো ৩১টি। আশানুরূপ ফলাফল না করার প্রশ্নে, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, করোনা মহামারীর ধকল কাটতে না কাটতেই দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এছাড়া এমন নানান কারণে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, পরীক্ষা গ্রহণ এবং সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এর কারণে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। এরপরও শিক্ষ প্রতিষ্ঠানগুলোয় ফলাফল খারাপের বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলের পাশের হার ৭৮.৭৬। এ সংখ্যা গতবারের চেয়ে কিছুটা কম এর কারণ শিক্ষার্থীদের নানা সমস্যা, পড়ালেখায় মনোযোগী না হওয়া। তবে এক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা পড়াশোনায় সিরিয়াস তাই তারা এগিয়ে আছে।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর খালেক আরো বলেন ফলাফল তখনই ভালো হবে যখন শিক্ষক কলেজ কর্তৃপক্ষ এবং অভিভাবকরা ভূমিকা রাখবেন। তিনি বলেন শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসমুখী করতে হবে। শিক্ষা ক্ষেত্রে তাদের মনোযোগী করতে হবে। শিক্ষা বোর্ডের অধীনে কলেজ গুলি প্রচেষ্টা অব্যাহত রাখলে ভবিষ্যতে ভালো ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড়ই চ্যালেঞ্জ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট