
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে জমিজমা ও পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে শান্ত (২৬) নামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর আলীগঞ্জ পূর্বপাড়ায় দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি রিপনকে (৪৩) গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাত আনুমানিক পৌনে ৫ টায় আরএমপি’র রাজপাড়া থানার একটি বিশেষ টিম রাজশাহী জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ভিকটিম ওমর ফারুক ওরফে শান্ত (২৪)কে নির্মমভাবে হত্যা করা হয়।
পুলিশ জানায়, রিপনসহ অন্যান্য আসামিরা সুদের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। এই বিরোধের জের ধরেই শান্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলায় মোট তিনজন আসামি রয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগরী জাামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এমন নৃশংস হত্যাকান্ড খুবই উদ্বেগজনক, দ্রæত হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সাথে নিহতের পরিবারে প্রতি শোক ও সমাবেদনা জ্ঞাপন করছি।#