মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আজ বিকাল ৩টা ৩০ মিনিটে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। এ সফরের মূল উদ্দেশ্য ছিল বিচার বিভাগ ও পুলিশের মধ্যকার সমন্বয় ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করা। পরিদর্শনকালে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান।
উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ শরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এতে সহকারী জজগণ পুলিশের কার্যপ্রণালী সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
সফর শেষে অতিথিরা রাজশাহী জেলা পুলিশের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।#