বিশেষ প্রতিবেদক……………………………………………………………….
বঙ্গপোসাগরে নিম্নচাপ আরো ঘণীভূত হওয়ায় উত্তরাঞ্চলসহ সারা দেশে কম বেশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বুধবার থেকে আবহাওয়ার বিরুপ প্রভাব পড়ায় বিশেষ করে রাজশাহীসহ সমগ্র উত্তরাঞ্চলে শীত ঘনভাবে পড়ছে। এতে করে এ অঞ্চলে শীত তীব্র আকার ধারণ করছে।
সপ্তাহের শেষ দিন হলেও বৃষ্টি এবং শীতের কারণে লোক চলাচল খুব কম। আফিস আদালত খোলা থাকলেও বৃষ্টি এবং ঠান্ডার কারণে খুব জরুরী কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছে না। বলা যেতে পারে এজন্য সকলসেরকারি বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ক্রেতা বিক্রেতা ও সাধারণ কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম।গতকাল বুধবার থেকে সূয্র দেখা মেলিনি।গতকাল বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং সারারাত একই রকমের আবহাওয়া। আজ সকাল থেকে একই রকম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে বৃষ্টিতে শীতের তীব্রতা লক্ষণীয়।
এরকম নিম্ন চাপের কারণে শীতের তীব্রতা বাড়ছে। তবে আবহাওয়া অফিস বলছে নিম্ন কেটে যাওয়ার পর পরই শীতের তীব্রতা আরো বাড়বে। তবে বৃষ্টির সঙ্গে বাতাসের পরিমাণ কম। নইলে ঠান্ডা আরো বেশি অনুভূত হত। এ শীতকে মোকাবেলা করার জন্য নিম্ন আয়ের লোকেরা শীতের গরম কাপড়ের জন্য পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভীড় করছে। এরই পাশাপাশি নিউ মার্কেট বিপণী বিতানগুলোতে বিত্তবানদের সীমিত কেনাকেটা করতে দেখা যাচ্ছে। আবহাওয়া কয়েকদিন খারাপ থাকলে শীতের কাপড়ের দোকানগুলো বেশ খানিকটা জমে উঠবে।হয়তা ব্যবসায়ীরাও সে প্রত্যাশায় বসে আছে।#