# মোহনপুর, রাজশাহী প্রতিনিধি…………………………
রাজশাহী মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ৩রা এপ্রিল সোমবার বেলা ১ টার দিকে ভাতুড়িয়া গ্রামের মোনারুল ইসলামের ছেলে ফাইম হোসেন ২৬ মাস সবার অজান্তে নিজ বাড়ির পার্শ্বে পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ছেলের পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে পুকুর হতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে রামেক হাসপাতালে শিশুটিকে স্থানান্তরিত করলে কর্মরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোসনা করেন।
এই ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্ বলেন, থানায় একটি ইউডি মামলা হয়েছে।কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#