1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
গোমস্তাপুরে কৃষক দলের আনন্দ মিছিল শিবগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু’ প্রতিষ্ঠানের জরিমানা খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহসুপারদের ২১ দিন ব্যাপী ট্রেনিং এর শুভ উদ্বোধন রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ পঞ্চগড়ে সেচ্ছাসেবক দলে’র নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়  অস্ট্রেলিয়ায় ইরানের রাষ্ট্রদূত বহিষ্কারের পর তেহরানের পাল্টা পদক্ষেপের প্রতিশ্রুতি  ইহুদি-বিরোধী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ৮ আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন পরবর্তী দায়ের করা মামলায় গ্রেপ্তার-৫

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন পরর্বতী সহিংসতায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলীর সমর্থকদের বিরুদ্ধে বাড়ির গেট, ঘরের-গোসলখানার দরজা,জানালা, বেসিন, রান্নাঘরের হাড়ি-পাতিল ভাঙচুর ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগে, পৌরসভার কলিগ্রাম (ক্লিক মোড়) এলাকার শাহিনুর রহমান ডলার বাদি হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে শুক্রবার (৩০-১২-২০২২) রাতে বাঘা থানায় মামলা হয়েছে। এ মামলায় শুক্রবার রাতেই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- নারায়নপুর গ্রামের আবদুল হকের ছেলে রিজভী আহমেদ ওরফে রাজিব কোম্পানি (৩৫), আড়পাড়া গ্রামের মাজদার রহমানের ছেলে হিমেল হোসেন (২৯), পাকুড়িয়া গ্রামের ইনছার আলীর ছেলে আমিরুল ইসলাম (৫২), দক্ষিন মিলিকবাঘা গ্রামের জামাল উদ্দিনের ছেলে মিলন হোসেন (২৯) ও আলাইপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে সবুজ হোসেন (২৯)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর পৌরসভার নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহিনুর রহমান পিন্টুর পক্ষে প্রচার প্রচারনায় অংশ নেন কলিগ্রাম এলাকার শাহিনুর রহমান ডলার । উক্ত নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে ১৫/২০ টি মোটরসাইকেল যোগে ১৫/২০জন ধারালো রামদা, চাইনিচ কুড়াল, লোহার রড,শাবুল,লাঠি ও হকিষ্ট্রিক নিয়ে শাহিনুর রহমান ডলারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের-গোসলখানার দরজা, জানালা, বেসিন, রান্নাঘরের হাড়ি-পাতিল ভাঙচুর ও নগদ ১লক্ষ ৫ হাজার টাকা নিয়ে যায়।

 

মাললার বাদি শাহিনুর রহমান ডলার জানান, পৌর নির্বাচনে মেয়র পদে বিজয়ী আ’লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে। নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, নির্বাচনের সময় আমি কোন ক্যাম্প, কিংবা র্নিবিগ্নে প্রচার প্রচারনা চালাতে পারিনি। নৌকার প্রার্থী পরাজিত হয়ে পরিকল্পিতভাবে আমার লোকজনের বিরুদ্ধে হয়নারি মূলক মামলা করেছে। আক্কাছ আলীর কথা সত্য নয় বলে দাবি করেন পরাজিত মেয়র প্রার্থী শাহিনুর রহমান পিন্টু ।

 

এ ব্যাপারে বাঘা থানার পরিদর্শক(তদন্ত) আব্দুর করিম, দায়েরকৃত মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অপ্রতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জগ প্রতীকে ১২০৩৩ ভোট পেয়ে বিজয়ী হন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলী। আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট