1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
ধোবাউড়ার ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালিত পাইকগাছা থানায় বসত ঘর দখল ও ভাংচুর করার সময় সন্ত্রাসী হামলায় গুরুতর জখম ৪  শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ভোলাহাটে রিক্সা চালকের স্ত্রী জুলেখার  ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার সকালে বের হলেন হাঁটতে,  বাড়ি ফিরলেন লাশ হয়ে পবার বামুনশিকড় গ্রামে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার বটিয়াঘাটা সুরখালী ইউনিয়নের সুখদাড়ায় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

রাজশাহীর বাঘায় পল্লী বিদ্যুৎ বিভাগের পৈশাচিক সিদ্ধান্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন, খামারের মুরগী মরে সাফ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: হাবিল

 

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি……………………………………..

 

আপনারা আমার মুরগিগুলোর দিকে তাকিয়ে দেখুন বিদ্যুৎ বন্ধ হলে ফ্যান বন্ধ হয়ে যাবে। ফ্যান বন্ধ হলে তিব্র গরমে আমার মুরগিগুলো মারা যাবে। দয়া করে আমাকে ১ঘন্টা সময় দিন। আর্তনাদ,অনুরোধ,কাকুতি-মিনতি করে কথাগুলো বলছিলেন, উপজেলার ছাতারী গ্রামের আরাফাত পোল্টি ফার্মের মালিক জাহাঙ্গীর হোসেন।

 সোমবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাতারী গ্রামে আরাফাত পোল্টি ফার্মে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মরে যাওয়া মুরগি গুলোর সাথে নিজের ছবি তুলে এভাবেই অসহায়ত্তের কথা বলেন সে। জানা যায়,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ বাঘা জোনাল অফিসের একটি দল উপজেলার ছাতারি গ্রামের আরাফাত পোল্টি ফার্মে অভিযান রিচালনা করেন। দুই (২)মাসের বিদ্যুৎ বিল বকেয়ার কারণে খামারের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়।

 

এ সময় পল্লী বিদ্যুতের অভিযান দলকে অনেক অনুরোধ, আর্তনাদ ও আকুতি মিনতি করে ১ ঘন্টা সময় চেয়েছিলেন খামার মালিক। প্রয়োজনে তাৎক্ষনিক টাকাও পরিশোধ করতে চেয়েছিলেন সে। এছাড়া জরিমানাসহ আমার বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময়-১৩ ই জুন ছিলো। এর পরেও তার কথায় কনো কর্ণপাত করেনি। রাখা হয়নি তার আকুল আবেদন ও রাখা হয়নি কনো কথা। বিছিন্ন করা হয়েছে সংযোগ।

জৈষ্ঠের তীব্র ভ্যাপসা গরমে সংযোগ বিচ্ছিন্নের কয়েক ঘন্টা পর স্টোক করে মারা যায় খামারের অর্ধশতাধিক টি ডিম উৎপাদনকারী মুরগি। এছাড়া আরও শতাধিক মুরগি অসুস্থ হয়ে পড়ে। ফলে দিশেহারা হয়ে পড়েন খামার মালিক জাহাঙ্গীর হোসেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, যেহেতু ওইদিন অসয্য ও ভ্যাপসা গরমের মাত্রা ছল তীব্র যার মনে করলে বিদ্যুৎ অফিস তার প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারতেন। বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণ জানতে চাইলে খামার মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, খাবার ও ঔষধের দাম বাড়তি ডিম বিক্রি করে খাবারের দাম দিতেই সব ফুরিয়ে যায়। তবুও আমি অনেক কষ্ট করে টাকা যোগার করেছিলাম কিন্তু আমি বিদ্যুৎ অফিসে যাওয়ার আগেই তারা আমার বাড়িতে হাজির হন এবং সংযোগ বিচ্ছিন্ন করেন। জাহাঙ্গীর হোসেন জরিমানাসহ বিদ্যুৎ বিল পরিশোধ এবং নতুন সংযোগ পায় বিকেল ৫ টার দিকে। এর মধ্যেই খামারের অর্ধশতাধিক মুরগি মারা যায় ।

জাহাঙ্গীর হোসেন আরও বলেন,আমাদের মতো মালিকদের প্রতিনিয়ত নানা রকম ঝুকি মোকাবেলা করে খামার পরিচালনা করতে হয়। রাত-দিন কষ্ট ও পরিশ্রম করে আমরা খামার পরিচালনা করি। এতে দেশের মানুষের জন্য আমিষের চাহিদা পূরন হয়। আমারা কি এতটুকু মানবিক অধিকার পেতে পারিনা।

এবিষয়ে বাঘা সাব-জোনাল অফিসের ডিজিএম শ্রী সুবীর দত্ত বলেন, তার ৩ মাসের বিদ্যুৎ বিল বাঁকী রয়েছে। তাছাড়া সংযোগ বিচ্ছিন্ন করার ৩ ঘন্টার মধ্যে পুনরায় সংযোগ স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, এমনো দিন আছে, যান্ত্রিক ত্রুটির কারণে ৫/৭ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকেনা। অথচ ৩ ঘন্টার ব্যবধানে এতো মুরগি মারা যায়। এটা বিশ্বাস করা কঠিন বলে আমার মনে হয়।

 

এ ধরণের মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত করা হউক। যদি সত্যি সত্যি বিদ্যুত বিচ্ছিন্নর কারণে এখামারের মুরগী মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় তবে পল্লী বিদ্যুত বিভাগের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ক্ষতিপূরণ করতে হবে। স্থানীয় প্রশাসনের কাছে এমনটি দাবি করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।#

আরজা/০৮

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট