1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোবিন্দগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তামশিদ ইরাম খানের যোগদান গোবিন্দগঞ্জে পাহারাদারকে বেঁধে ভবনের নির্মাণসামগ্রী চুরি স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাসমাশিস বাঘার দিনমজুর পরিবারকে সহযোগিতা করলেন প্রবাসী বিলাত ধোবাউড়ায় ভারতীয় কম্বল ও সিএনজি সহ আটক ২ দিনাজপুরের খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু রাকসুর নির্বাচনে ভিপি ও এজিএসসহ ২০টি পদে শিবিরের জয়, জিএস পদে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জয় তানোরে সবার শীর্ষে কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৮ শতাংশ বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জার্নালিষ্ট কাউন্সিলের নতুন কমিটি গঠন  বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু!

রাজশাহীর বাগমারায় স্কুলের বই বিতরণের উদ্বোধন করলেন এমপি এনামুল

  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা, রাজশাহী থেকে………………………….

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক প্রদান করে শিক্ষা ক্ষেত্রে একটি যুগান্তকারী সাফল্য অর্জন করছেন। সেই সাথে শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে সে জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিক্ষার মান উন্নয়নে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছেন। তিনি বলেন, বিনামূল্যে পাঠ্যবই বিতরণের ফলে বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার। সেই সাথে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও অনেকাংশে কমেছে। রোববার বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইন্জিঃ এনামুল হক এমপি।

 

প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ এবং জাতির জনক এক সুতোই গাঁথা। জাতির জনকের হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির দিতে ধাবিত হয়েছে। মানুষ তখনই শ্রেষ্ঠ যখন তার দ্বারা সমাজ, দেশ তথা জাতির উন্নয়ন হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শুধু বই বিতরণ নয়, শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে জন্য সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার শিক্ষা বৃত্তির ব্যবস্থা চালু করেছেন।

 

শুধু লেখাপড়া শিখলেই হবে না এর পাশাপাশি সৎ, চরিত্রবান, ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহব্বান জানান তিনি।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উক্ত অনুষ্ঠানে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, এবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট