আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা থেকে……………………………………..
রাজশাহীর বাগমারায় প্রতি বছরের ন্যায় সালেহা ইমারত ফাউন্ডেশন পক্ষ থেকে ২০২২ সালে এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সংবর্ধনার মাধ্যমে উৎসাহ প্রদান করছেন।
২০০৬ সাল থেকে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছেন। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে।
সংবর্ধনা উপলক্ষে সালেহা ইমারত ফাউন্ডেশন প্রদত্ত নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বাগমারার যে সকল শিক্ষার্থী উপজেলার বাইরে লেখাপড়া করে জিপিএ-৫ পেয়েছেন তারাও আবেদন করতে পারবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদী সহ আবেদন করতে পারবেন।
আবেদন করতে যে সকল কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিণ ছবি, এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এবং জিপিএ-৫ প্রাপ্ত ফলাফলের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।#