1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্তের দাবিতে বিক্ষোভ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল: মিনু সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পুঠিয়ায় মোবাইল কোর্ট, ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জ পৌরসভা চত্বরে ফুলের বাগান উদ্বোধন রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-৫ ভোলাহাটে রাস্তার সৌন্দর্য বর্ধনে গাছ রোপন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর বিদায় সংবর্ধনা তানোরে র‍্যাব-৫ এর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ারসহ তিন জন গ্রেফতার, উদ্ধার ১শ’ গ্রাম হেরোইন নওগাঁয় এবি ব্যাংকের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব এবং গ্রাহক সেবা উদযাপিত নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রী কলেজ অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

রাজশাহীর পুঠিয়া এক হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গা গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান…………………………

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে এক  হাজার পিস ইয়াবা ও এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (৩১) এবং কক্সবাজারের উভিয়া থানার কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. বকসুর ছেলে মো. হাবিবুল্লাহ (৩১)। তাদের কাছ খেকে এক হাজার পিস ইয়াবা ছাড়াও ২টি মোবাইল ফোন ২টি সিমকার্ড জব্দ করা হয়।

 

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) গ্রামস্থ মাদক ব্যাবসায়ী রাজু আহম্মেদ তার বসত বাড়ীতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রয় করছে। ওই সংবাদের প্রেক্ষিতে রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র‌্যাব সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২জন ব্যাক্তিকে ঘটনাস্থলেই আটক করে ও অপর ১জন কৌশলে রাতের আধাঁরে পালিয়ে যায়।

 

র‌্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আকটকৃত হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। সে কক্সবাজার হতে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্সবাজার জেলার উখিয়া থানার বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে সেখানে অবস্থান করছিল।

 

আটককৃতরা স্বীকার করে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্সবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল সোমবার সকালে রাজশাহীর  জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট