বরেন্দ্র প্রতিনিধি…………………………………………………
আজ মঙ্গলবার দুপুর ১ টার সময় রাজশাহীর তানোর উপজেলার জুমারপাড়া গ্রামের সুজন এর শিশুপুত্র তাহামিন (৩) কে বাঁচাতে গিয়ে লছিমন চালক পিয়ারুল গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাকা বাড়ির দেওয়াল এর সাথে ধাক্কা লেগে। এতে একজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহত ঐ যাত্রীকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরের দিকে লছিমন গাড়ি রোড দিয়ে যাওয়ার সময় আহত শিশু বাসা থেকে রাস্তায় চলে আসে এমন সময় তাকে বাচাঁতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে পাসে থাকা পাকা বাড়ির দেওয়াল এর সাথে ধাক্কা লেগে গাড়ি উলটে গিয়ে যাত্রী লুৎফর এর বাম পায়ের উপর পড়ে ফলে পায়ের মাংস ঝুলে গিয়ে হাড় ভেংগে যায়। আহত লুৎফরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ইসলামী মেডিক্যাল কলেজে এ নিয়ে যায়। আহত লুৎফর এর ভাই মাইনুল জানায় আগামীকাল অপারেশন করা হবে বলে তাদের ডাক্তার জানাই। এদিকে শিশু তাহামিনকে প্রাথমিক চিকিৎসার জন্য আমনুরা মডেল ক্লিনিক এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বলেন শিশুটির মাথায় মারাত্মক আঘাত পেয়েছে তাই শিশুটির উন্নত চিকিৎসার জন্য রামেক পাঠানোর পরামর্শ দেয়া হয় ।এ রিপোর্ট লিখা পযর্ন্ত কেউ পুলিশ ফাড়িতে অভিযোগ করেনি বলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান।#