1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর তানোরে মাহালী সম্প্রদায়ের জিতিয়া পার্বণ-২০২৫ উদযাপিত রাজশাহীতে ৩০০ প্রতিযোগীর অংশগ্রহণে জমজমাট তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে ইসলামের বিজয় কেউ রুখে দিতে পারবেনা: মুফতি ফয়জুল করিম রূপসায় আবু বক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাগমারা ইসলামীয়া চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি: মাসুদের গণসংযোগ বাংলার আধ্যাত্মিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র শাহ নিয়ামতউল্লাহ (র:) রাজশাহীতে ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার রাজশাহীর পবা থেকে সংঘবদ্ধ মাদকচক্রের ৩ সদস্যকে ফেন্সিডিলসহ গ্রেফতার সাঘাটায় হলদিয়া ইউপি চেয়ারম্যান ডেভিল হান্ট তালিকা ভুক্ত হলেও প্রকাশ্যে ত্রাণ বিতরণ ‌

রাজশাহীর তানোরে মাহালী সম্প্রদায়ের জিতিয়া পার্বণ-২০২৫ উদযাপিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, রাজশাহীর উদ্যোগে পাহাড়ি সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব “জিতিয়া পার্বণ-২০২৫” যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে গতকাল শুক্রবার রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মাহালিপাড়ায় একাডেমির মিলনায়তনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমনা তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুণ্ডমালা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামেল মাড্ডি সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জিতিয়া পার্বণ মাহালীসহ অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং পারিবারিক বন্ধন দৃঢ় করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ঐতিহ্য সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। বিশেষত এই দিনে নারীরা উপবাস থেকে পরিবার ও সন্তানের মঙ্গল কামনা করেন, যা তাদের সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মাহালী তরুণ-তরুণীরা নিজস্ব লোকসংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। তাদের পরিবেশনায় উঠে আসে পাহাড়ি জীবনের প্রকৃতি-নির্ভর সৌন্দর্য, সংগ্রাম ও লোকাচারের নানা দিক। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।Open photo

প্রধান অতিথি  লিয়াকত সালমান তাঁর বক্তব্যে বলেন, “আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের নিজস্ব আচার-অনুষ্ঠান ও উৎসবগুলোকে টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি রক্ষা ও বিকাশ জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরা এখন সময়ের দাবি। উৎসবের পুরো আয়োজন জুড়ে উপস্থিত ছিল উৎসবমুখর পরিবেশ। নানা বর্ণের পোশাক, পাহাড়ি খাবার, লোকসংগীত ও সমবেত আনন্দগানে মিলিত হয়েছিল পাহাড়ি-বাঙালি সংস্কৃতির মিলনমেলা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট