1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় মাদকসহ প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সম্মেলন খুলনায় আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কেসিসির লাইসেন্স অফিসার গ্রেফতার তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা মোহনপুর সইপাড়াতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত রানীশংকৈলে ২ টি মামলায় আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আত্রাইয়ে আত্রাই নদীতে হটাৎ জোয়ারের পানি প্রবাহ শুরু বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি :সভাপতি মামুন, সম্পাদক মাখন জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যার ১৫ দিন পেরিয়ে গেলেও আসামী না ধরায় উৎকন্ঠা পরিবারের 

রাজশাহীর গোদাগাড়ীতে নিন্মমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণে প্রতিবাদ করায় যুবলীগ নেতাকে পেটাল ঠিকাদার

  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: ইসাহাক, বিশেষ প্রতিনিধি……………………………

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক সংস্কার কাজে বড় ধরণের অনিয়মের অভিযোগ উঠেছে। এই নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয় যুবলীগ নেতাকে পেটালো ঠিকাদার ও তার লোকজন। শনিবার দুপুরে ছয়ঘাটি কালিতলা সামশুলের ভাটার সামনে এ ঘটনা ঘটে।

উপজেলায় ছয়ঘাটি থেকে বিয়ানাবোনা সড়কের সংস্কারের কাজে অনিয়মের প্রতিবাদ জানান উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা রাজু। এই সড়ক সংস্কারে নিম্মমানের পুরাতন পাথর ও খোয়া ব্যবহার করা হয়। এছাড়াও ময়লা-আবর্জনার মধ্য দিয়েই পাথর ও পিচ ব্যবহার করছিলেন ঠিকাদার বলে অভিযোগ পাওয়া গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদ করে স্থানীয় লোকজন। এ সময় সেখানে রাজু গিয়ে বিষয়টি গোদাগাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলীকে জানায় এবং কাজ বন্ধ রাখতে বলে। এ নিয়ে রাজুসহ স্থানীয়দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ঠিকাদার ও তার লোকজন। এক পর্যায়ে ঠিকাদার ও তার লোকজন রাজুকে ধরে মারপিট করে।

জানা যায়, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ছয়ঘাটি মোড় থেকে বিয়ানাবোনা রাস্তায় প্রায় আড়াই কিলোমিটার রাস্তার মেরামত কাজ চলছে। ৭১ লাখ টাকার এই সংস্কার কাজ করছেন সেলিম রেজা নামের এক ঠিকাদার। এলাকাবাসী অভিযোগ করেন, শুরু থেকেই ওই রাস্তার উঠানো পুরাতন পাথর ও খুয়া মেশিন দিয়ে ভেঙ্গে ও মিশিয়ে পুনরায় ব্যবহার করা হচ্ছে। রাস্তায় কাজে এসব সামগ্রী ব্যবহারে মাটিসহ অনেক ময়লা আবর্জনায় থেকেই যাচ্ছে। শনিবার (২ জুলাই) রাজুসহ স্থানীয়রা এসব নিম্নমানের কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকজন রাজুকে মারধর করে। এতে করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাজু জানান, এই রাস্তাটিতে সব কাজই খারাপ হচ্ছে। রাস্তায় পূর্বে ব্যবহুত পুরাতন পাথর ও খুয়া শামসুলের পুরাতন ইটভাটার মধ্যে নিয়ে গিয়ে গোপনে রাস্তায় ব্যবহার করা হচ্ছে । আমরা এলাকাবাসী সেখানে গিয়ে এসব ব্যবহার করতে নিষেধ করেছি। পরে ঠিকাদার আমার উপর চাড়াও হয়ে মারধর করেছে বলে অভিযোগ করেন। রাস্তায় কাজে নিয়োজিত রানা নামের একজন শ্রমিক বলেন, আমরা ঠিকাদারের নির্দেশে এসব পুরাতন ইট-পাথর খোয়া ব্যবহার করেছি। তিন গাড়ী আনা হয়েছিলো এর মধ্যে কয়েকগাড়ী ব্যবহার করা হয়েছে বাকিগুলো পাশেই রাখা আছে।

রাস্তা মেরামতের কাজ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলের উপ-সহকারি প্রকৌশলী শাহাদত হোসেন রিপন বলেন, এখানে কোন কাজে পুরাতন ইট-পাথর ব্যবহার করা হচ্ছে না। রাস্তা মেরামতের পাথর ও পিচ মেশানো সেই সাথে ময়লা আবর্জনার সাথেই কাজ করা হচ্ছে এমন ছবি তাকে মেসেঞ্জারে দেখালে সেই ছবিটি তাদেরই রাস্তা বলে স্বীকার করেন। তবে পুরাতন পাথর মেশিনে ভেঙ্গে পুনরায় রাস্তায় ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন ওই পাথর গুলো আমাদের না ওটা অন্য কাজের।

তবে ঠিকাদার ও স্থানীয়দের সাথে মারামারির বিষয়টি স্বীকার করে বলেন, শুনলাম মারামারি হয়েছে ঘটনাস্থল থেকে আমি দূরে আছি। ঠিকাদার সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার রাস্তার কাজে কোন অনিয়ম বা নিন্মমানের কোন কিছু ব্যবহার হচ্ছে না। পুরাতন কোন কিছুও ব্যবহার হচ্ছে না। স্থানীয়দের সাথে মারামারি করেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মারিনি। ওরা ওখানকার স্থানীয় আমার কাছে চাঁদা চেয়েছিলো । তবে তিনি পরে বলেন চাঁদা চাওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

দেওপাড়া ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের অর্থ বিষায়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন সোহেল বলেন, নিন্মমানের সামগ্রী, পুরাতন পাথর, খোয়া ব্যবহারের প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন রাজুসহ কয়েকজন পিটিয়ে আহত করেছেন। সড়কে কাজ নিন্মমানের হচ্ছে, পুরাতন খোয়া, পাথর ব্যবহার হচ্ছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এই জনপ্রতিনিধি।

 

গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সাদরুল ইসলাম বলেন, কাজে কোন অনিয়ম হচ্ছে না। যে পাথর বা খোয়া ব্যবহারের কথা বলছেন সেগুলো আমাদের না। কাজ দেখাশোনার জন্য সেখানে সার্বক্ষনিক আমার অফিসের লোক নিয়োজিত আছে। পুরাতন ইট-পাথর বা অন্যকিছু ব্যবহারের সুযোগ নেই বলে জানান তিনি।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট