# বিশেষ প্রতিনিধি, বাঘা…………………………………..
রাজশাহীর বাঘায় আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে আড়ানি মনোমহোনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে‘ক্লাব স্মৃতি ফুটবল টুনার্মেন্ট’ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় অনুষ্টিত খেলায় রাজশাহীর কাটাখালি ফুটবল একাদশ ও খুলনা বি.কে.এস.পি অংশ গ্রহণ করে। ৯০ মিনিটের নির্ধারীত খেলার প্রথমার্ধে ১৮ মিনিটের মাথায় খুলনা বি.কে.এস.পি একটি গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় গোল পরিশোধ করে সমতা ফিরিয়ে আনে রাজশাহী কাটাখালি ফুটবল একাদশ। পরবর্তীতে ট্রাইবেকারে দুটি দলই সমান সমান গোল করে। যার কারণে খেলাটি অমিমাংসিত রয়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, নবজাগরনের ধারাবাহিকতায় আড়ানিতে খেলার আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতায় খেলাকে কেন্দ্র করে এক জায়গায় হওয়ার সুযোগ হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা পছন্দ করতেন এবং নিজেও খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাও খেলাধুলাকে গুরুত্ব দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করেছেন। তাই বাংলাদেশের ক্রিকেট-ফুটবল জাতীয় পর্যায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্নতত্ব বিভাগের সাবেক মহা-পরিচালক, আড়ানীর কৃতি সন্তান শফিকুল ইসলাম মুকুট, আড়ানী পৌর মেয়র মুক্তার আলীম পৌর আ’লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পী,ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম মন্টু,সাধারন সম্পাদক মৃনাল ত্রিবেদী রাজা প্রমুখ।
খেলা পরিচালকের দায়িত্বে ছিলেন- আখতার হোসেন। সহকারি পরিচালক ছিলেন সিলন হোসেন ও রেজাউল করিম রেজা। চতুর্থ পরিচাল ক ছিলেন আলাল হোসেন। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিঞা, মাহফুজুর রহমান,আবু সাঈদ তোতা। খেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নক-আউট ভিত্তিতে অনুষ্ঠিত খেলায় দেশের ৮ টি দল অংশ গ্রহন করবে।#