1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
পৃথক  অভিযানে ১শ’ ১৮বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -৬ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল অনুষ্ঠিত ‘অপারেশনস ফার্স্ট লাইট’: চার জেলার সীমান্তবর্তী চর এলাকার গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে বাঘার ১৩জন বাগমারায় কলেজ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত  মেয়াদ উত্তীর্ণ- ফিজিসিয়ান স্যাম্পুল অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে বাঘায় তিন ফার্মেসীর জরিমানা স্মৃতির ডাকবাক্স: প্রযুক্তির যুগে আত্রাইয়ে চিঠির অপেক্ষা শেষ ভূরুঙ্গামারীতে চ্যাম্পিয়ন মা বাবাদের টেকসই উন্নয়ন  কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ‘অপারেশনস ফার্স্ট লাইট’ অভিযানে অস্ত্র, মাদক উদ্ধার গ্রেফতার ১৩ গোদাগাড়ী ভূমি অফিসে সেবার মানে আমূল পরিবর্তন, দালালমুক্ত, হয়রানিমুক্ত সেবা পাচ্ছে সাধারণ মানুষ তানোরে বিএনপির দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ৩০০ প্রতিযোগীর অংশগ্রহণে জমজমাট তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: “এসো দেশ বদলেই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে ১২ই সেপ্টেম্বর ২০২৫ইং শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত হয় বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ ২০২৫। শুক্রবার সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত কৃতি ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে রাজশাহীর বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৩০০ প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় ক্ষুদে থেকে শুরু করে কিশোর-কিশোরী এবং তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা তায়কোয়ানডো খেলাকে সারাদেশে আরো জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে তায়কোয়ানডো খেলাধুলায় উৎসাহিত করবে। আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকের এনডিসি সহ ক্রীয়াঙ্গনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মুমিত হাসানের সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সভাপতি সেকেন্দার আলী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জি: একেএম রফিকুল ইসলাম, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের এডহক কমিটির সদস্য আরিফ রাব্বানী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তর,রাজশাহীর উপপরিচালক- এটিএম গোলাম মাহবুব ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এসোসিয়েশনের সহকারী প্রশিক্ষক ইহতেশামুল আলম,মাসুদ রানা,আসিক মাহমুদ সহ আরও অনেকে । এছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মুমিত হাসান বলেন- “আজকের এই বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপে এত বিপুলসংখ্যক ক্ষুদে ও তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণার। আমরা চাই রাজশাহীসহ সমগ্র বাংলাদেশে তায়কোয়ানডো আরও প্রসারিত হোক। নতুন প্রজন্ম খেলাধুলায় এগিয়ে আসুক এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে উড়াতে পারুক। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি আমি কৃতজ্ঞ,যাদের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। আমি বিশ্বাস করি, এ ধরনের প্রতিযোগিতা আমাদের ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের তৈরি করবে।”

রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বলেন- “প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনকে, যারা নিয়মিতভাবে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করে আমাদের খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করছে। একই সঙ্গে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতা ছাড়া আজকের এই আয়োজন সম্ভব হতো না।এই ধরনের প্রতিযোগিতা শুধু খেলোয়াড়দের প্রতিভা বিকাশই করে না, বরং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করে। আমি আশা করি, ভবিষ্যতেও ফেডারেশন ও ক্রীড়া সংস্থা আমাদের পাশে থেকে আরও বড় আয়োজনের পথ সুগম করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট