1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
বিএনপি নেতার বাড়ি থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ট্রেনিং এর সমাপনী পাবনায় বিস্ফোরক মামলায় রবিউল ইসলাম রাসেলসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯ জনকে আটক   ধোবাউড়ায় ৩ বোতল বিদেশী ব্র‍্যান্ডের মদ ও প্রাইভেটকারসহ ছয় মাদক কারবারি গ্রেফতার  গোদাগাড়ীর পাকড়ীতে জামাতের সেক্রেটারির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর বরগুনায় বাব ছেলের নামে ফেসবুকে মিথ্যা মানহানিকর পোস্ট দেওয়ায় সাইবার ট্রাইব্যুনালে মামলা উত্তরায় সাংবাদিক কে অপহরণের ঘটনায় ১ নারী গ্রেফতার  দেবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু নওগাঁ ৮৪ প্যাকেট পরিত্যক্ত মাংস উদ্ধার সারজিস আলমের করিডোর ইস্যুতে মন্তব্য: জনগণের রায় ছাড়া সিদ্ধান্ত নয়

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৭৭তম ‘ইঞ্জিনিয়ার্স ডে-২০২৫’।

অদ্য বুধবার প্রকৌশল পেশাজীবীদের সংগঠন আইইবি এর উপশহরস্থ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় দিবসটি। সকাল ৮ টায় জাতীয় পতাকা ও আইইবি এর পতাকা উত্তোলন এবং দেশ গঠনে অবদান রাখতে প্রকৌশলীদের শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর আইইবি এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে এর ফেস্টুনযুক্ত বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। তারপর সদস্যবৃন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ়্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আইইবি চত্তরে এসে শেষ হয়।

আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক) মোঃ আব্দুর রশিদ ও ভাইস চেয়ারম্যান (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান মনির।

লোকাল কাউন্সিল মেম্বারগণের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ শেখ কামরুজ্জামান, মোঃ বরকত হোসেন মোল্লা, আব্দুল্লা হিস সাফী, মোঃ শরিফুল হক, গোলাম মোরশেদ, মোঃ রোমেল হায়দার, মোর্শেদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমেদ ও ইলিয়াস বিন কাসেম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

সভাপতি তার বক্তব্যে প্রকৌশলীদের অধিকার আদায় এবং উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহবান জানান। দিবসটি উপলক্ষে আইইবি রাজশাহী কেন্দ্রের চত্তরে বর্ণিল ব্যানার ও ফেস্টুন টাঙ্গানো হয় এবং আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত করা হয়।
‘উন্নত জগত গঠন করুন’ এই সুমহান আদর্শকে সামনে রেখে জাতীয় উন্নয়ন তথা দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালের ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যাত্রা শুরু করে।

উল্লেখ্য, ১৯৪৮ সালে পাকিস্তান সৃষ্টির পর আইইবি-ই একমাত্র জাতীয় প্রতিষ্ঠান, যার সদর দফতর বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশে প্রথম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর ১৯৭১ (বিজয়ের মাত্র ১০ দিনের মধ্যে), সেই সভাতেই ‘ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান’ নাম পরিবর্তিত হয়ে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নামকরণ করা হয়।

আইইবি এর প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে দেশব্যাপী আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩৩টি উপকেন্দ্র এবং দেশের বাহিরে ১৩টি ওভারসীজ চ্যাপ্টারেও একযোগে অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে আজ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট