1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ আত্রাইয়ে লাইব্রেরীতে টিফিন সময় বসে বই পড়লেই মিলছে নাস্তা বাগমারায় ইউএনও’র সাথে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীর মতবিনিময় সভা বটিয়াঘাটা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান  শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত রূপসায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত আহত ৪ পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২  ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা

রাজশাহীতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর হিমাগার গুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের সামনে তারা এ বিক্ষোভ করেন। কৃষকেরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে ৮ বস্তা আলু ফেলে দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

কৃষকেরা জানান, প্রতি কেজি আলু সংক্ষণের জন্য আগে রাজশাহীর হিমাগারগুলোকে ৪ টাকা ভাড়া দিতে হতো। এবার তা বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। হিমাগারে ভাড়া না কমালে এবার তারা প্রয়োজনে আলু ফেলে দেবেন, কিন্তু হিমাগারে রাখবেন না।

বিক্ষোভ মিছিল শেষে কৃষকেরা ওই এলাকায় পথসভা করেন। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন।

এসময় তিনি বলেন,হিমাগার মালিকেরা সিন্ডিকেট করে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করেছেন। এ ভাড়া কার্যকর হলে বাজারে আলুর দাম দিগুনহারে বাড়বে। এটি হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন,কৃষকের ওপর বোলডোজার চালিয়ে কাউকে ভাড়া বৃদ্ধি করতে দেওয়া হবে না। হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

হিমাগার মালিকেরা বলছেন, ৫০ কেজির বস্তার জন্য আগে ৩৪০ টাকা নেওয়া হলে ভাড়া পড়তো ৬ টাকা ৮০ পয়সা। কিন্তু ফড়িয়ারা বস্তায় এত বেশি আলু দিতেন যে, ভাড়া পড়ত ৪ টাকা। অথচ বস্তায় ৫০ কেজির বেশি আলু না ঢোকানোর জন্য সরকারের নির্দেশনাও আছে। তা প্রতিপালন না করায় বাধ্য হয়েই তারা কেজি হিসেবে ৮ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, এর আগে মহাসড়ক অবরোধ করে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজ গুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তার আলু ফেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন চাষিরা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট