রাজশাহী থেকে বাবুল………………………………………………..
রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার ( ২২ জুন) বিকাল ৫ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত ঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় ৮টি জেলার ১৬টি দল নিয়ে যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী ও সফররত নওগাঁ জেলার রানারআপ জাহাঙ্গীরপুর সরকারী কলেজ ৪-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলার চ্যাম্পিয়ন নওহাটা সরকারী কলেজকে হারায়। বিজয়ী দলের পক্ষে আশিকুর, জান্নাত, মারুফ ও অনিমেশ ১টি করে গোল করেন।
এদিকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্টিত অন্য খেলা স্বাগতিক রাজশাহীর রানারআপ দলের বাঘা শাহদৌলা সরকারী কলেজ ৩-০ গোলে সফররত নওগাঁ জেলার চ্যাম্পিয়ন নিয়ামতপুর সরকারী কলেজকে হারায়। বিজয়ী দলের পক্ষে রতন ২টি ও তানভীর ১টি গোল করেন।
বেলুন ফেষ্টুন জাতীয় পতাকা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জি এস এম জহাফরউল্লাহ এনডিসি। এর আগে তিনি বলেন আাজ যার নামে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তিনি একজন প্রতিভাবান ফুটবল খেলোয়াড় ছিলেন এবং খেলাধুলার প্রসার ঘটনোর জন্য ছেলেমেয়েদের উৎসাহ যোগাতেন। একজন ভালো খেলোয়াড়ই পারে দেশের সুনাম বয়ে আনতে।
বিশেষ অতিথি হিসেবে রাজশ্হাী রেঞ্জের অতিঃ উপ-মহাপুলিশ পরিদর্শক (অপারেশন) নরেশ চাকমা, মেট্রোপলিটন পুলিশের অতিঃ পুলিশ কমিশনার সামশুন নাহার বিপিএম ( ট্রফিক এ্যান্ড ডিবি) ও জেলা প্রশাসক শামীম আহমেদ বিশেষ অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্টানের সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)(যুগ্ম-সচিব) এ.এন.এম মঈনুল ইসলাম ।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি)(যুগ্ম-সচিব) ড. মোঃ মোকছেদ আলী, পরিচালক স্থানীয় সরকার(যুগ্ম-সচিব) মোঃ এনামুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার( রাজস্ব)(যুগ্ম-সচিব) মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত ঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদসহ বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড় ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।#