1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫ দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষক কর্মকর্তাদের চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো চার  বাড়ি,ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা গোদাগাড়ীতে থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেফতার শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বাঘায় মত বিনিমিয় সভায় চলনবিলের ঐতিহ্য রক্ষায়- ঝুঁকি ও বিকল্প পরিকল্পনায় রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় নির্মাণের দাবি বাঘায় টাইফয়েড টিকাদান ওরিয়েন্টেশন সভা, প্রায় ৪৭ হাজার শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে নাটোরে ডিবি পুলিশের অভিযানে মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোরে গেটকা প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ‎

রাজশাহীতে থিম ওমর প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দু’ কর্মী অসুস্থ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :  রাজশাহী নিউ মার্কেট এলাকায় অবস্থিত বহুতল শপিং সেন্টার থিম ওমর প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল হক জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই অভিযান শুরু হয়। উচ্চ ভবনের অগ্নি নির্বাপণের জন্য ব্যবহৃত টিটিএল (মইবাহী) গাড়িও কাজে লাগানো হয়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিস্তার হওয়ার আর কোনো আশঙ্কা নেই। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সোয়াত ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ক্রেতা ও বিক্রেতারা আতঙ্কিত হয়ে দ্রুত মার্কেট ত্যাগ করেন। ধোঁয়ায় পুরো মার্কেট আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস দুইজন অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।Open photo

সপ্তম তলায় অবস্থিত খাবারের দোকান “ফুড প্যালেস” থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন পাশের দোকানের মালিক আল আমিন। তিনি জানান, ওই তলায় মোট ২২টি দোকান রয়েছে এবং আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। আগুন লাগার কারণ সম্পর্কে মঞ্জিল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক লাইনের লিকেজ থেকেই আগুনের সূচনা হয়েছে।Open photo

থিম ওমর প্লাজা রাজশাহীর একমাত্র আধুনিক ও সম্পূর্ণ এসি সুবিধাসম্পন্ন শপিং মল। ভবনটি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন। এটি ১০তলা বিশিষ্ট ভবন, যার প্রথম সাত তলা বাণিজ্যিক এবং উপরের তিনটি তলা আবাসিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট