লিয়াকত হোসেন…
রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। শনিবার সকালে ১১ টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম মাঠে আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আয়োজনে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। প্রধান অতিথি মিজানুর রহমান মিনু বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। তার স্বপ্ন বাস্তবায়নে সারাদেশে কোকো ফাউন্ডেশনের উদ্যোগে খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। মরহুম আরাফাত রহমান কোকো অতীত কোলাকৌশল সুসংগঠিত বাংলাদেশে ভালো ক্রিকেট দল উপহার দেওয়া জন্য ক্রীড়াঙ্গনে তার নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, বিগত দিনের সরকার যুব সমাজকে মাদকের মধ্যে নিম্নজিত করে রেখেছিলেন আমরা যুব সমাজকে খেলাধুলার মধ্যে দিয়ে এগিয়ে নিতে চাই। রাজশাহীবাসীকে একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই।
সাবেক ছাত্রনেতা মোজাদ্দেদ জামানি সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- টুর্নামেন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সুইট। উদ্বোধনী টুনামেন্টে রাজশাহী সড়ক পরিবহন ও কুমার পাড়া রাইডারস-সহ মোট ৬ টি দল অংশগ্রহন করেন।
টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন কমিটির সদস্য সচিব, হাসিবুল আলম শাওন ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিমন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সদস্য সচিন বিশ্বনাথ সরকার, বিএনপির শাহ মখদুম থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির প্রচার সম্পাদক আসাদুজ্জামান জনি, মহিলা দলসহ ৩ ও ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#