1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর  সংবাদে নাচোল উপজেলা  নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া খালেদা জিয়ার লাশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার প্রস্তুতি নওগাঁর আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ​দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ‘দৈনিক সবুজনগর’ সম্পাদক মো. রোকুজ্জামান রোকন ও অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলামের গভীর শোক বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই সেনাবাহিনীর অভিযানে নওগাঁর মহাদেবপুরে  ইউপি সদস্য আটক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৪ ঈশ্বরদী আসনে ৪জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ঈশ্বরদীর অরনকোলা হারুখালী ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

রাজশাহীতে ‘অপারেশনস ফার্স্ট লাইট’ অভিযানে অস্ত্র, মাদক উদ্ধার গ্রেফতার ১৩

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশনস ফার্স্ট লাইট’এ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত বাঘা থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর নির্দেশনা ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নওরোজ হাসান তালুকদার এর তত্ত্বাবধানে, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম এর নেতৃত্বে একাধিক টিম যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, বাঘা থানার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকায় ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ৩টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া ও ১টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ১। মো. জালাল উদ্দিন, ২। মো. কামরুজ্জামান (৩৮), ৩। কবির উদ্দিন, ৪। খবির উদ্দিন, ৫। মোসা. মনোয়ারা খাতুন (৫০), ৬। মোসা. মনিয়ম খাতুন (৪২), ৭। মো. আনোয়ার হোসেন (৩৫), ৮। মো. আলমগীর হোসেন (৩৭), ৯। মো. আলম ইসলাম (১৮), ১০। মো. আশরাফুল ইসলাম (৩০), ১১। মো. বাচ্চু মন্ডল (৩৯), ১২। আওলাদ হোসেন ও ১৩। মো. মিজানুর রহমান (২৬)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা রাজশাহীর বাঘা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদীর দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও বালুমহাল দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল কয়েকটি সংঘবদ্ধ চক্র। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি একটি বৃহত্তম যৌথ অভিযান যেখানে রাজশাহী জেলা পুলিশ ছাড়াও র‌্যাব, আরআরএফ, এপিবিএন ও নৌ-পুলিশ অংশ নেয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, চরাঞ্চলের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট