মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশনস ফার্স্ট লাইট’এ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত বাঘা থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর নির্দেশনা ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নওরোজ হাসান তালুকদার এর তত্ত্বাবধানে, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম এর নেতৃত্বে একাধিক টিম যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, বাঘা থানার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকায় ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ৩টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া ও ১টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১। মো. জালাল উদ্দিন, ২। মো. কামরুজ্জামান (৩৮), ৩। কবির উদ্দিন, ৪। খবির উদ্দিন, ৫। মোসা. মনোয়ারা খাতুন (৫০), ৬। মোসা. মনিয়ম খাতুন (৪২), ৭। মো. আনোয়ার হোসেন (৩৫), ৮। মো. আলমগীর হোসেন (৩৭), ৯। মো. আলম ইসলাম (১৮), ১০। মো. আশরাফুল ইসলাম (৩০), ১১। মো. বাচ্চু মন্ডল (৩৯), ১২। আওলাদ হোসেন ও ১৩। মো. মিজানুর রহমান (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা রাজশাহীর বাঘা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদীর দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও বালুমহাল দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল কয়েকটি সংঘবদ্ধ চক্র। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি একটি বৃহত্তম যৌথ অভিযান যেখানে রাজশাহী জেলা পুলিশ ছাড়াও র্যাব, আরআরএফ, এপিবিএন ও নৌ-পুলিশ অংশ নেয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, চরাঞ্চলের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর