প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত আগাসাদেক রোডের মিরনজিল্লা সিটি কলোনীর হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং উচ্ছেদ না করার দাবীতে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
বিডিইআরএম নেতৃবৃন্দ মনে করেন, মিরনজিল্লায় প্রায় ৪০০ বছর ধরে বংশপরম্পরায় বসবাসকারী পরিচ্ছন্নতাকর্মীদের উচ্ছেদ প্রক্রিয়া কেবলমাত্র অন্যায়ই নয়, বরং মানবাধিকারের চরম লঙ্ঘনও বটে। দেশের সেবামূলক পেশায় যুক্ত হরিজনদের উচ্ছেদ করে মার্কেট নির্মানের হীন প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এটা হতে দেওয়া যায় না। একইসাথে বিষয়টি মানুষের জীবনের স্বাধীনতা এবং মানবাধিকার বিবেচনা করে তাদেরকে উচ্ছেদ করা অনুচিত।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সভাপতি বিভূতোষ রায় এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে হরিজনদেরও রয়েছে নাগরিক সুবিধা প্রাপ্তি ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার। যেহেতু মিলনজিল্লা কলোনীর সাথে সেখানকার হরিজনদের জীবন-জীবিকা, ঐতিহ্য, কৃষ্টি তথা সংশ্লিষ্ট অনেক কিছুই জড়িত সেহেতু এগুলো রক্ষার জন্যও কলোনী উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে সরে আসা উচিত।
১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে মিরনজিল্লা সিটি কলোনীর হরিজন জনগোষ্ঠীর ১০জন দেশের জন্য জীবন দিয়েছেন। অত্র কলোনীতে রয়েছে তাঁদের স্মৃতিস্তম্ভ। আমরা চাই ঢাকাসহ সারাদেশে বসবাসরত দলিত-হরিজনদের উচ্ছেদ না করে স্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হোক।