1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
চেক ডিজঅনার মামলায় হাসপাতালে মারা গেলেন কারাবন্ধী ইজদার রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমান নলছিটিতে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক-সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন খুলনায়  সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী  বাঘায় সম্পত্তির বিরোধে প্রতিমা চুরির ‘ভুয়া’ খবর শিবগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার  রাকসু ভিপি পদে মোঃ আবদুল বারিকের প্রার্থিতা ঘোষণা, ২৪ দফা ইশতেহার প্রকাশ বাগমারায় গোপনে মাদ্রাসার কমিটি গঠন বাতিলের দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ 

রাকসু ভিপি পদে মোঃ আবদুল বারিকের প্রার্থিতা ঘোষণা, ২৪ দফা ইশতেহার প্রকাশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবদুল বারিক। ২৫ আগস্ট ২০২৫, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মোঃ আবদুল বারিক বলেন, “রাকসু কেবল একটি সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার কারণে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধান হচ্ছে না। আবাসন সংকট, লাইব্রেরি সুবিধার অভাব, ক্যাম্পাসের নিরাপত্তা, খাদ্যদ্রব্যের মান ও মূল্যসহ বিভিন্ন সমস্যার সমাধানে রাকসুর পুনরুজ্জীবন অপরিহার্য।

তিনি আরও বলেন, “আমরা চাই রাকসু রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং জবাবদিহিমূলক ভূমিকা রাখবে। চব্বিশের গণআন্দোলনের চেতনা স্মরণে রেখে আমি ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। ২৪ দফা নির্বাচনী ইশতেহারের প্রধান বিষয়গুলো হলো: একাডেমিক উন্নয়ন: সেশন জট নিরসনে কার্যকর পদক্ষেপ, শিক্ষার্থীবান্ধব পরীক্ষা রুটিন, আধুনিক লাইব্রেরি, অনলাইন লার্নিং রিসোর্স।

শিক্ষার্থী কল্যাণ: হলে আসন সংকট নিরসন, নারী শিক্ষার্থীর নিরাপত্তায় বিশেষ সেল, উন্নত চিকিৎসা সেবা ও সাশ্রয়ী খাবার নিশ্চিতকরণ।

অবকাঠামো ও পরিবেশ: পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস, বিশুদ্ধ পানি, পর্যাপ্ত আলো, সিসিটিভি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।

সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়ন: নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম, আধুনিক ক্রীড়া কমপ্লেক্স ও গবেষণা ফান্ড বৃদ্ধি। ডিজিটালাইজেশন: রাকসুর কার্যক্রম ডিজিটাল করা, অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম, প্রতিটি বিভাগে ই-সার্ভিস ডেস্ক চালু।

শিক্ষার্থী কল্যাণ তহবিল: দরিদ্র শিক্ষার্থীদের জন্য জরুরি সহায়তা ফান্ড ও চিকিৎসা সহায়তা ফান্ড গঠন। গণতন্ত্র ও জবাবদিহিতা: স্বচ্ছতা, বাজেট প্রকাশ, শিক্ষার্থীদের মতামত গ্রহণ ও বৈষম্যহীন প্রতিনিধিত্ব নিশ্চিত। বারিক বলেন, “আমার লক্ষ্য একটি আধুনিক, গণতান্ত্রিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব রাকসু গড়ে তোলা। আমি প্রতিটি শিক্ষার্থীর যৌক্তিক দাবি রাকসুর প্ল্যাটফর্মে তুলে ধরব এবং সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন আমার শক্তি। আমি পরিবর্তনের অংশ হতে চাই এবং রাকসুকে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের প্ল্যাটফর্মে পরিণত করতে চাই।” এই সংবাদ সম্মেলনে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট