মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবদুল বারিক। ২৫ আগস্ট ২০২৫, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মোঃ আবদুল বারিক বলেন, “রাকসু কেবল একটি সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার কারণে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধান হচ্ছে না। আবাসন সংকট, লাইব্রেরি সুবিধার অভাব, ক্যাম্পাসের নিরাপত্তা, খাদ্যদ্রব্যের মান ও মূল্যসহ বিভিন্ন সমস্যার সমাধানে রাকসুর পুনরুজ্জীবন অপরিহার্য।
তিনি আরও বলেন, “আমরা চাই রাকসু রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং জবাবদিহিমূলক ভূমিকা রাখবে। চব্বিশের গণআন্দোলনের চেতনা স্মরণে রেখে আমি ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। ২৪ দফা নির্বাচনী ইশতেহারের প্রধান বিষয়গুলো হলো: একাডেমিক উন্নয়ন: সেশন জট নিরসনে কার্যকর পদক্ষেপ, শিক্ষার্থীবান্ধব পরীক্ষা রুটিন, আধুনিক লাইব্রেরি, অনলাইন লার্নিং রিসোর্স।
শিক্ষার্থী কল্যাণ: হলে আসন সংকট নিরসন, নারী শিক্ষার্থীর নিরাপত্তায় বিশেষ সেল, উন্নত চিকিৎসা সেবা ও সাশ্রয়ী খাবার নিশ্চিতকরণ।
অবকাঠামো ও পরিবেশ: পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস, বিশুদ্ধ পানি, পর্যাপ্ত আলো, সিসিটিভি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।
সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়ন: নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম, আধুনিক ক্রীড়া কমপ্লেক্স ও গবেষণা ফান্ড বৃদ্ধি। ডিজিটালাইজেশন: রাকসুর কার্যক্রম ডিজিটাল করা, অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম, প্রতিটি বিভাগে ই-সার্ভিস ডেস্ক চালু।
শিক্ষার্থী কল্যাণ তহবিল: দরিদ্র শিক্ষার্থীদের জন্য জরুরি সহায়তা ফান্ড ও চিকিৎসা সহায়তা ফান্ড গঠন। গণতন্ত্র ও জবাবদিহিতা: স্বচ্ছতা, বাজেট প্রকাশ, শিক্ষার্থীদের মতামত গ্রহণ ও বৈষম্যহীন প্রতিনিধিত্ব নিশ্চিত। বারিক বলেন, “আমার লক্ষ্য একটি আধুনিক, গণতান্ত্রিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব রাকসু গড়ে তোলা। আমি প্রতিটি শিক্ষার্থীর যৌক্তিক দাবি রাকসুর প্ল্যাটফর্মে তুলে ধরব এবং সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন আমার শক্তি। আমি পরিবর্তনের অংশ হতে চাই এবং রাকসুকে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের প্ল্যাটফর্মে পরিণত করতে চাই।” এই সংবাদ সম্মেলনে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অনুষ্ঠিত হয়।#