# মোঃ নাসিস, নিজস্ব প্রতিবেদক, নাচোল…………………………….
দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি নাচোলের সন্তান কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে, ঠাকুরগাঁয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের আয়োজনে আজ সোমবার বাসস্ট্যান্ড মোড়ে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সোনার দেশ পত্রিকার নাচোল প্রতিনিধি আঃ সাত্তার।
এসময় বক্তব্য রাখেন (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) কল্যাণ তহবিলের সভাপতি দৈনিক খোলা কাগজের গোমস্তাপুর প্রতিনিধি আসাদুল্লাহ আহমেদ, দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার পার্টনার আবু তাহের খোকন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার নাচোল প্রতিনিধি নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের ডাক পত্রিকার নাচোল প্রতিনিধি অলিউল হক ডলার, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নাচোল প্রতিনিধি কে এম জিলানি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার নাচোল প্রতিনিধি সহিদুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার গোমস্তাপুর প্রতিনিধি আব্দুর রব নাহিদ, দৈনিক সকালের সময় পত্রিকার গোমস্তাপুর প্রতিনিধি সারোয়ার জাহান সুমন, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার নাচোল প্রতিনিধি জহরুল ইসলাম, ভোলাহাট উপজেলার দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় নাচোল উপজেলা প্রতিনিধি মোঃ নাসিম আলী, দৈনিক ইত্তেফাক পত্রিকার নাচোল প্রতিনিধি হাসানুজ্জামান ডালিম, দৈনিক উপচার পত্রিকার নাচোল প্রতিনিধি আব্দুর রহমান মানিক, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নাচোল প্রতিনিধিঃ ইব্রাহিম, দৈনিক আমার সংবাদ পত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার নাচোল প্রতিনিধি ফারুক হোসেন ডন সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি গণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নাচোল প্রতিনিধি শাকিল রেজা।
মানববন্ধনে বক্তারা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার সহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেন। আরও বলেন এই মামলা প্রত্যাহার না করলে সারাদেশে ধারাবাহিক ভাবে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই দৈনিক যুগান্তরে ‘আওয়ামী লীগের জরিপের কাজ শেষ পর্যায়ে, বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে গত ৩০ জুলাই ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের সমর্থক প্রভাত শাহা বালিয়াডাঙ্গী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।#