# মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার বেশ কিছু প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।
মঙ্গলবার ২২শে এপ্রিল সকাল ১১টার দিকে মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, আশ্রয় প্রকল্প, উন্নয়ন প্রকল্প, উপজেলা ভূমি অফিস, মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র, ও ভূমিহীন পরিবার পুনর্বাসনে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্প, পরিদর্শন করেন। পরিদর্শনে এসে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জোবায়দা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম ও উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুর ইসলাম।
শেষে জেলা প্রশাসক অফিয়া আখতার বলেন “জনকল্যাণ নিশ্চিত করতে সব কর্মকর্তাকে দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে,তবেই জনগনের মান উন্নয়ন সম্ভব,আর সেটিই সামগ্রিক ভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে।#