# মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা শ্রমিকদলের আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার ২রা মে মোহনপুর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও উদ্ধোধক করেন সদস্য সচিব সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল। সঞ্চালনায় ছিলেন আব্দুল কাদের মোল্লা ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড.শফিকুল হক মিলন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.তোফাজ্জল হোসেন তপু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার সামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সালাউদ্দিন, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সাধারণ সম্পাদক জাকারিয়া মন্ডল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, ধুরইল ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূর এ আলম সিদ্দিকী মূকুল,সাধারণ সম্পাদক ইউনুস আলী, যুবনেতা মির্জা শওকত আলী, যুবনেতা শাহরিয়ার সাজ্জাদ, ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল ইসলাম লিটন, জাহানাবাদ ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন।
পরে বিএনপির তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রীয় মেরামত কাঠামোর রুপরেখার লিফলেট বিতরণ করা হয়।#