1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
 অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি শাহরিয়ার ইলেভেনেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি উন্মোচন, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবে দোয়া  রূপসায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর দাফন সম্পন্ন পাবনা-৪ আসনের ভোটাররা  ক্লিন ইমেজের র্প্রাথীর অপেক্ষায় প্রহর গুণছে  দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা 

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট ২০২৫) বিকেল ৩টায় একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুভসূচনা হয়। উপজেলার পরিষদ মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চয় কুমার সরকার স্বাগত বক্তব্য দেন।Open photo

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মোঃ আব্দুল বারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, আরডিও মোঃ সবুজ আলী, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সামিউল বাসির, বাংলাদেশ কৃষি ব্যাংক ম্যানেজার মোঃ জিয়াউর রহমান।

“অভাশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে মাছ লাভজনক পন্য। এখানে যারা আছেন অধিকাংশ মৎস্যচাষী। মাছ চাষের ব্যাপারে কোন প্রকার সহযোগিতা ও পরামর্শ দরকার হলে মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। দেশী প্রজাতির মাছ সংরক্ষণের জন্য সজাগ হওয়ার দাবী জানান।Open photo

অনুষ্ঠানে মহানন্দা নদীতে একটি অভাশ্রম তৈরী করার দাবী জানান, উপজেলা মৎস্য অফিসার সঞ্চয় কুমার সরকার তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন। প্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ মনিরুজ্জামান বক্তব্যের দাবী করার কথাটি গুরুত্ব দিয়ে ভোলাহাট উপজেলায় দক্ষিণ-পূর্বে প্রবাহিত মহানন্দা নদীতে অভয়াশ্রম গড়ে তুলতে সার্বিক চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভার পূর্বে অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান’র নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলার সকল মৎস্যজীবিদের নিয়ে ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন।

Open photo

অনুষ্ঠানের শেষে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ও উপজেলার শ্রেষ্ট মৎস্যজীবিদের পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট