1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণসমাবেশ তানোরে কৃষি জমির মাটি কেটে বাড়ি নির্মাণ, প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে খনন কাজ গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চোলাইমদসহ একজন গ্রেপ্তার জামায়াতে ইসলাম  ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছেঃ রূপসায় আজিজুল বারী হেলাল রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত  ঢাকায় শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ কর্মবিরতি সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত

ভোলাহাটে ঐতিহ্যবাহী পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহ্যবাহী পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ ২০২৫-এর ফাইনাল খেলাটি দীনমোহাম্মাদ উচ্চ বিদ্যালয় (বিজিবি ক্যাম্প সংলগ্ন) মাঠে মঙ্গলবার (১০ জুন ২০২৫) বেলা ৩টায় অনুষ্ঠিত হয়।

পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ আয়োজিত ফাইনাল খেলায় দু’টি দল অংশগ্রহণ করে। দলদুটির মধ্যে খড়কপুর যুব সংঘ ফুটবল দল বনাম বালিয়াদিঘি যুব সংঘ ফুটবল দল। খেলার প্রারম্ভে প্রধান অতিথি ফুটবল নিয়ে খেলার সূচনা করেন।Open photo

চূড়ান্ত পর্যায়ের খেলাটি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। তিনি ও তার সাথে থাকা অনুষ্ঠানের বিশেষ এবং সম্মানিত অতিথিদের নিয়ে খেলার আগে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ মাসুম ও একই উপজেলার বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

ফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট সদর ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ শরীফুজ্জামান, সহঃ অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম, নাচোল উপজেলার পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার মোঃ আলাউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব প্রভাষক মোঃ দুরুল হুদা, সহঃ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শরিফুল ইসলাম ফিটু ও গোগস্তাপুর উপজেলার রাধানগর ডিগ্রী কলেজের সহঃ অধ্যাপক মোঃ সারোয়ার হোসেন।Open photo

এছাড়াও ফুটবল খেলাপ্রেমী উৎসুক হাজার হাজার সাধারণ জনতা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামিরুল ইসলাম গাজীর সার্বিক নির্দেশনায় চূড়ান্ত পর্যায়ের খেলায় হাজার হাজার জনতার ঢলে খেলার মাঠ কানায় কানায় টইটুম্বুর হয়ে উঠে। খেলাপ্রেমী উৎসুক সাধারণ মানুষ আবালবৃদ্ধবণিতা তাদের প্রিয় ফুটবল খেলাটি প্রাণভরে উপভোগ করেন।

চূড়ান্ত পর্যায়ের খেলার টানটান উত্তেজনার মধ্যদিয়ে খেলায় কোন গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে খড়কপুর যুব সংঘ ফুটবল দল বালিয়াদিঘি যুব সংঘ ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়। উপজেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবহনকারী পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ ২০২৫ এর সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মেধাশক্তি দিয়ে যুগযুগ ধরে বাৎসরিক ফুটবল খেলার আয়োজন করে থাকে বলে জানান আয়োজক কমিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতার মাঠে ভিন্ন ধরণের দৃশ্য প্রত্যক্ষ করা হয়। তা হলো এ খেলায় ধারা ভাস্বকার হিসেবে ছিলেন, একজন অন্ধ ভাস্বকর মোঃ রবিউল ইসলাম পলাশ ও সাথে সহযোগিতা করেন সাংবাদিক মোঃ সেলিম রেজা মুক্তা ও মোঃ মিজানুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট