
# ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় চ্যাম্পিয়ন মা-বাবা ও যুব সংগঠনের সদস্যদের টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের হল রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন, এসআরএইচ আর টেকনিক্যাল অফিসার, প্রতিমা রাণী রায়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডাঃ মোঃ আশিকুজ্জামান, চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের ফাইন্যান্স কো-অরডিনেটর, মঞ্জুরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার (সই) ফেরদৌস আলম, ফিল্ড ফেসিলিটেটর শফিকুল ইসলাম, প্রমূখ।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চ্যাম্পিয়ন মা-বাবা ও যুব সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন।#