প্রেস বিজ্ঞপ্তি ১ মার্চ ২০২৩ইং……………………………..
রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১ মার্চ) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার। সভায় রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক মো. সেলিম, বিএমএসএস রাজশাহী বিভাগীয় সভাপতি জুয়েল আহমেদসহ আরও অনেকে বক্তব্য দেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, রাজশাহীর কৃতি সন্তান সাইদ উদ্দিন আহমেদ রাজশাহী কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নকালে ভাষা আন্দোলন শুরু হলে ঝাঁপিয়ে পড়েন রাজপথে। তিনি ছিলেন সাংবাদিক ও লেখক। তিনি সাপ্তাহিক ও দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, ডেইলি পিপল, ডেইলি মর্নিং পোস্ট ও ডেইলি অবজারভারসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে রাজশাহীতে কাজ করেছেন। রাজশাহী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। ২০১৪ সালের ১ মার্চ ৮৪ বছর বয়সে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের আগে হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনিসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন সাইদ উদ্দিন আহমদ। এসব গুণী মানুষকে স্মরণ করার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা।
এদিন সভায় উপস্থিত ছিলেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য মাজেদুর ইসলাম, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সাজেদুর হক টিটু, জুবায়ের আলম রাজন, বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মোছা. রিনা বেগম, সদস্য হারুনর রশীদ, আরিফুল ইসলাম, আইয়ুব আলী তালুকদার, সামিউল ইসলাম সামু, ইয়াসমিন আরা হক, মো. আকবর হোসেন, সালাউদ্দিন আহমেদ সোহাগ, মিজানুর রহমান মিজান, মো. বাবু,সাহিদ সন, আরিফুল ইসলাম প্রমুখ।#