1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে তরুন প্রজন্মের সাথে ফজলুল হক মিলনের মতবিনিময় আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল সারিয়াকান্দিতে বিএনপি নেতা মরহুম মতিন মন্ডলের কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু সাপাহারে ব্যবসায়ী’দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফ্যাসিবাদ তন্ত্রর বিলোপ সাধনই ছিল জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন:পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু চাঁপাইনবাবগঞ্জে সরস্বতী পূজা পালিত পঞ্চগড়ে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ১০ দলীয় জোট প্রার্থী সারজিস আলম ও জামায়াতে ইসলামী’র বিরুদ্ধে  বাগমারার তাহেরপুরে সেনা অভিযান, অস্ত্র ওয়াকিটকিসহ ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক বাংলাদেশে ভারতের ‘নন-ফ্যামিলি পোস্টিং’: কারণ, প্রেক্ষাপট ও উত্তরণের পথ

বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন, বাঘায় দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে চাঁদ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের বাংলাদেশের এক অন্যতম অভিভাবক, বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের মানুষকে ভালোবাসার কারণেই স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন। দেশের ১৬ কোটি মানুষের কথা বিবেচনা করে আপস করেননি। আমারা সবাই নিজের নিজের অবস্থান থেকে দোয়া করবো, আল্লাহ তায়ালা যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। রোগ মুক্তি ও বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপির দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ।

তিনি বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। তার সময় ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্ন ছিলেন। মুসলমানদের মর্যাদা ছাড়াও অন্য ধর্মের প্রতিও কখনো বিরাগভাজন হননি। রোববার (৭ডিসেম্বর’২৫) বিকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর মোড়ে ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবদল নেতা জিয়াউল হক সানার সঞ্চালনায় ও বিএনপির সাবেক নেতা আলহাজ্ব তুরাপ মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ,সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রনজু। রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের নেতা মাওলানা সাজেদুর রহমান। উপস্থিত ছিলেন- বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক,আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেন, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান,বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব,সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দীন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা,গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু,উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম,সদস্য সচিব শফিকুল ইসলাম, আসলাম হোসেন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেলিম আহম্মেদ, ছাত্র নেতা শামীম রেজা, সাদেক আলী, ইউনিয়ন মৎস্যজীবি দল নেতা রেজাউল করিম, উপজেলা মহিলা দলের সভাপতি সোনিয়া আক্তার শাপলা,উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহাতাব হোসেন,সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট