1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় নারীর প্রতি সহিংসতা রোধে অংশীজনদের সমন্বয় কর্মশালা সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নমূলক কাজে নানা অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর পরিদর্শন করলেন পৌর প্রশাসক মো. আতিকুর রহমান বাগমারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া ডাক্তারের ৬মাসের কারাদন্ড নাচোলে বালাই নাশক ডিলারের কাছ থেকে অবৈধভাবে মজুদ ১৭১ বস্তা সার জব্দ ও জরিমানা মিথ্যা মামলার  প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন শিবগঞ্জে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে  এক লাখ টাকা জরিমানা মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন বলে আমার প্রত্যাশা: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে প্রতারণা করে গাড়ি নিয়ে যুবদল নেতা তন্ময় লাপাত্তা শিবগঞ্জে সড়ক দূর্ঘনায় সবজি বিক্রেতা নিহত

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপি নেতা হাবিবুর রহমানকে চ্যালেঞ্জ ছুড়েছেন জামায়াতের এমপি প্রার্থীর 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী,পাবনাঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। বৃহস্পতিবার বিকেলে লক্ষিকুন্ডা ইউনিয়নের আলহাজ্ব মোড় এলাকায় ও বুধবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার ৮ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে উমিরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জনগণের আমানত রক্ষা করাই আমাদের রাজনীতির মূলমন্ত্র। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না । জনগণের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা ঈশ্বরদী-আটঘরিয়াকে ন্যায়-ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক এলাকায় রূপান্তর করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় নৈতিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সংগ্রাম করে এসেছে। আমরা যে প্রতিশ্রæতি দিই তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি। মানুষ আমাদের পাশে আছে বলেই আমরা সাহস পাই। আগামীর বাংলাদেশ হবে সুশাসন, ন্যায়নীতি ও জনকল্যাণের বাংলাদেশÑএটাই আমাদের অঙ্গীকার।

আবু তালেব বলেন, আপনি সাহাপুরে কর্মী সমাবেশে জামায়াতের মহিলা কর্মীরা জান্নাতের টিকিট বিক্রি করেÑএমন যে মিথ্যা বক্তব্য দিয়েছেন, তা প্রমাণ করতে হবে। আমাদের বোনেরা কোথাও এ ধরনের কথা বলেনি। কবে, কোথায়, কার বাড়িতে এসব কথা বলা হয়েছেÑআপনাকে স্পষ্ট করে প্রমাণ দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী–আটঘরিয়া আসনের কেন্দ্র সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক এবং ঈশ্বরদী পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা গোলাম আজম খান। পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোন্দকার ইউনুস আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার উপজেলার সাহাপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ‘জান্নাতের ভুয়া টিকিট বিক্রি’ করে মর্মে বক্তব্য রাখেন। বিএনপি নেতার এই বক্তব্যকে মিথ্যা প্রোপাগান্ডা উল্লেখ করে চ্যালেঞ্জ ছুড়েন জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট