শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা: গাইবান্ধারসুন্দরগন্জ উপজেলার অধিন বামনডাঙ্গা রেলষ্টেশনে আন্তঃনগর ট্রেন, রংপুর এক্সপ্রেস ট্রেন, লালমনি করতোয়া এক্সপ্রেস ট্রেন টিকিট কালোবাজারে বিক্রি করার অপরাধে বামনডাঙ্গা ষ্টেশন মাষ্টার মোঃ আব্দুল রশিদ মিয়া ও পয়েস মেন্ট সহ বিভাগীয় শাস্তি দাবি জানিয়েছেন বামনডাঙ্গা এলাকাবাসী।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার অধিন বামনডাঙ্গা রেলষ্টেশনে আন্তঃনগর ট্রেন করতোয়া, লালমনি রংপুর এক্সপ্রেস ট্রেন টিকিট কালোবাজারে বিক্রি করার অপরাধে বামনডাঙ্গা রেলষ্টেশনে মাষ্টার মোঃ আব্দুল রশিদ মিয়া পয়েস মেন্ট সহ বিভাগীয় শাস্তি মূলক দাবি জানিয়েছেন। বামনডাঙ্গা এলাকাবাসী , করতোয়া লালমনি রংপুর এক্সপ্রেস ট্রেন টিকিট এখন স্হানীয় পানের দোকানদার, ও কুলির পকেটে একটি সংঘবদ্ধ চক্র সিন্ডিকেট তৈরি করে ৬০০ টাকার টিকিট ১২০০ টাকায় বিক্রি করছে। এতে করে রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছে বামনডাঙ্গা এলাকাবাসী, আশেপাশের যাত্রী গণ ট্রেনের টিকিট পাচ্ছে না, একারণে ভ্রাম্যমাণ আদালত করে জড়িতদের বিরুদ্ধে জেল জরিমানা করা দরকার বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে মাননীয় উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি, জেলা প্রশাসক গাইবান্ধা বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা, উপ-পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগ রংপুর, মাননীয় উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় ঢাকা, মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা, মাননীয় রেল উপদেষ্টা রেল ভবন ওসমান গনি রোড ঢাকা, মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ টিসিপি ভবন কাওরান বাজার ঢাকা , ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অভিযোগ দায়ের করা হয়েছে।#