বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আমগাছে মগডালে গলায় রশিতে ফাঁস দিয়ে রনি ইসলাম (২৬) নামে যুবকের আত্মহত্যা করেছে। শুক্রবার (৩০মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামে আজিজুল ইসলামের আম বাগানের মগডালে রশিতে ফাঁস দেওয়ার এই ঘটনা ঘটে। রনি ইসলাম উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের আরমান আলী ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রনি ইসলাম শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ি থেকে গ্রামের মধ্যে যান। পরে বাড়ি আসেনি। আজিজুল ইসলামের আমবাগানের পাশে আমবাগানটির আম ক্রয় করেন একই গ্রামের লায়েব আলী। তিনি বিকেল ক্রয়কৃত আম বাগানটি দেখতে গিয়ে পাশের বাগানে এক যুবককে রশিতে ঝুলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় রনিকে দেখতে পান। পরে থানা-পুলিশকে খবর দেন। মরদেহ উদ্ধার করে খানায় নেওয়া হয়েছে ।
রনি মানুষিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। রনি পিতা আরমান আলী জানিয়েছেন, তার রনি ইসলামে সংসারে ৮ বছর বয়সী সাদিয়া নামের কন্যা রয়েছে। পরবর্তীতে গত ২ মাস আগে তার স্ত্রী মাবিয়া বেগম পুত্র সন্তান জন্মদানের একদিন পরই মারা যায়। সন্তান মারা যাওয়ার পর থেকে মানুষিকভাবে অসুস্থ রনি শোকে কারত ছিলেন ।
বাঘা থানার সহকারি পুলিশ পরিদর্শক (এস আই) নাসির উদ্দিন তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে খানায় আনা হয়েছে। অপমৃত্যুর মামলা করে হবে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #