বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। মানববন্ধনে শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার ( ১১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শিক্ষার্থী ও সচেতন নাগরিকের ব্যনারে উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনষ্ঠিত হয়। এর আগে তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিন শেষে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একাব উদ্দিন মাষ্টার, আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়নটির সভাপতি নাসির উদ্দিন, উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদ, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর মোফাক্কর হোসেন মাষ্টার, রাজশাহী জেলা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব শিমুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা রুবেল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক চপল মন্ডল, সহসাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া, শাকিল আহম্মেদসহ স্কুল কলেজের শিক্ষার্থী ও নেতাকর্মীরা।
গত সোমবার একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা। ন্যায় বিচারের স্বার্থে, ধর্ষকের বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন ছাত্র-জনতা। #