বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি,রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। স্বাগত বক্তব্যকালে বলেন, গুজব হচ্ছে অপতথ্য,ভু’লতথ্য,বিকৃত-পক্ষপাতদুষ্ট তথ্য। যা ইচ্ছাকৃতভাবে মানুষকে বি ও কারসাজি করার জন্য ছড়িয়ে দেওয়া হয়। গুজবের উদ্দেশ্য ও কৌশল হিসেবে ছবিতে কারসাজি,বানোয়াট ভিডিও ,সত্যের উপর বিকৃত উপস্থাপন,নকল ও কাল্পনিক বিশেষজ্ঞ,ভুয়া বক্তব্য,তথ্য বিকৃতি,গণমাধ্যমের অপব্যবহার করা হয়।
১৫টি ঘটনায় দেশের একাধিক গনমাধ্যমেভ’ল তথ্য প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। যার বেশিরভাগ ফেসবুক,টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ প্রচার করা হয়েছে। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ,জনমতের ধারক ও বাহক,সমাজের দর্পন কন্ঠহীনের কন্ঠস্বর। গুজব প্রতিরোধে গণমাধ্যমের কাছে প্রত্যাশা-গুজবের বিপরিতে প্রকৃত তথ্য উপস্থাপ, গুজব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করণ,গুজব সচেতনতায় বেশি বেশি লেখা/অনুষ্ঠান,সুত্রহীন সংবাদ ও অসত্য তথ্য মিডিয়াতে স্থান না দেওয়া,মিডিয়া লিটারেসি তৈরি,মিডিয়ার (ট্রাডিশনাল) বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা। গুজব প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উদ্যোগে গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি গঠন করা হয়েছে।
আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যকালে , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন,সঠিক তথ্য দেশ ও জনগনের কল্যাণ বয়ে আনে। কারো ক্ষতি করার উদ্দেশ্য মিথ্যা,অসম্পূর্ণ ভ’ল তথ্য প্রচার না করার জন্য আহ্বান জানান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, আহবায়ক কমিটির সদস্য গোলাম তোফাজ্জল কবির মিলন, বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু। সভায় জাতীয় ও স্থানীয় দৈনিকসহ অন লাইন পোর্টাল নিউজের গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। #