1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত করা: খুলনায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ‎ ‎ বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে জনসমুদ্র রূপসায় মাধ্যমিক সহকারী শিক্ষক সংগঠনের প্রতিষ্ঠা বাষিকী পালন বাকশিস-মোহনপুর নেতৃবৃন্দের বিএনপি মনোনিত প্রার্থী এ্যাড:  মিলনের মতবিনিময় তানোরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ  বাগেরহাটের মোংলার পশুর নদীতে আমেরিকা প্রবাসীর স্ত্রী নিখোঁজ  আজমতপুর সীমান্তে  ভারতীয় নাগরিকের লা/শ দেখান বাংলাদেশী আত্মীয়-স্বজনকে  বিজিবি-বিএসএফ সহযোগিতায় মৃত ভারতীয় নারীর লাশ আত্মীয়দের দেখানো হয়েছে শিবগঞ্জে বিজিবির অভিযানে গরু, মহিষ ও বিড়ি তৈরির মসলা জব্দ ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব, সংহতি ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে জনসমুদ্র

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, হেফাজত ইসলামীর আমির সাহেব বলেছেন কাদিয়ানির চেয়েও জামায়াতে ইসলামী ভয়ংকর। কেউ বলছে বাংলাদেশে যদি জামায়াত থাকে তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা নয়। শরিক দলের কথা।

বাঘা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শনিবার(০৮-১১-২০২৫) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন চাঁদ। তিনি আরো বলেন,একটি দল ধোকাবাজি মিথ্যাবাজি ও ষড়যন্ত্র করছে। তারা বারবার বলছে তারাই ইসলাম কায়েম করেছে। জামায়াতকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে।তারা ছাড়া কি ইসলাম কায়েম হবেনা। তাদের এসব কথায় কান না দিয়ে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করেছিল। সেই থেকে বিএনপি ৭ নভেম্বর পালন করে আসছে। নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচন নিয়ে এখনো পায়তারা চলছে।কোন পায়তারা নয়, ১২ তারিখের মধ্যেই নির্বাচন হতে হবে। প্রধান নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ৩মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দায়িত্ব ছিল। কিন্ত আপনারা দিতে ব্যর্থ হয়েছেন। এর পরে কোন চক্রান্ত হলে বাংলাদেশের জনগন মেনে নিবেনা। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের বহু মানুষ প্রাণ হারিয়েছে। নির্বাচন নিয়ে যদি আবারো চক্রান্ত হয়, তাহলে তারেক রহমানের নির্দেশ পেলেই আবারো রাজপথে নামবো। আপনার প্রস্তুত থাকবেন। পরে চাঁদের নের্তৃত্বে জনস্রোতের বিশাল এক র‌্যালি উপজেলার প্রধান প্রধা সড়ক প্রদক্ষিন করে।

বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর সভাপতিত্বে ও বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৗর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা মোখলেছুর রহমান, পৌর বিএনপির নেতা আব্দুল লতিব, যুব দলের নেতা সালেহ আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার।

উপস্থিত ছিলেন,  বিএনপি নেতা সহকারি অধ্যাপক(অবঃ) রুহুল আমিন,সুরুজ্জামান সুরুজ,রেজাউল করিম, হেলাল আহমেদ রিয়েল, মাসুদ করিম টিপু,কৃষক দলের নেতা সেলিম আরিফ,জাহিদুল ইসলাম স্বপন,আলী হোসেন জনি,সোহানুর রহামান সোহাগ, জেলা মৎস্যজীবি দলের মামুন আল হক,উপজেলার মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা, পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া সুলতানা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট